অবশেষে কাটল চিংড়িঘাটার মেট্রো-জট, কাজ শুরু হবে উৎসবের-মরশুম শেষেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চিংড়িঘাটায় আটকে থাকা কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ এবার গতি পেতে পারে। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশে মেট্রো ভবনে প্রায় ঘণ্টা পাঁচেকের বৈঠকের পরে অবশেষে চিংড়িঘাটার মেট্রো-জট কাটতে চলেছে। এদিন পার্কস্ট্রিটের মেট্রো ভবনের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভা, রাজ্য প্রশাসন, পুলিশ, বিধাননগর কমিশনারেট এবং রেল বিকাশ নিগম লিমিটেডের (RVNL) প্রতিনিধিরা । ছিলেন রাজ্য পরিবহণ বিভাগের ডিরেক্টর দীপঙ্কর মন্ডল, ডেপুটি কমিশনার অফ পুলিশ প্রসেনজিৎ সোম, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের রোডস বিভাগের ডাইরেক্টর জেনারেল সুকান্ত দাস, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ-র রোড এন্ড ব্রিজ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার সন্দীপন চক্রবর্তী, স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির জলি চৌধুরী ডিরেক্টর, সুমিত সরকার অ্যাসিস্ট্যান্ট ক্যানেল ম্যানেজার কলকাতা মেট্রো রেল কলকাতা মেট্রোরেলের প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার অনুজ মিত্তল, অমিত ট্যান্ডন ইডি রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল, রাকেশ কুমার চিফ প্রজেক্ট ম্যানেজার আরভিএনএল এবং অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার সিভিল এক্সপার্ট আরভিএনএল।

সব ঠিক থাকলে আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই অরেঞ্জ লাইনের কাজ শুরু হতে পারে। এই সময় চিংড়িঘাটা এলাকায় ট্রাফিক ব্লক নিয়ে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চিংড়িঘাটা মোড়ে নভেম্বরের নির্দিষ্ট সপ্তাহগুলির শুক্র, শনি ও রবিবার মেট্রোর কাজের জন্য ট্রাফিক ব্লক নেওয়া হবে। সূত্র মারফত জানা গিয়েছে, কালীপুজোর পরে ১৪ , ১৫ , ১৬ নভেম্বর এবং আবার তার পরের সপ্তাহে অর্থাৎ ২১ , ২২ এবং ২৩ নভেম্বর কাজ করবে আরভিএনএল।উল্লেখ্য ,নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ গত ফেব্রুয়ারি মাস থেকে চিংড়িঘাটায় আটকে রয়েছে। গোটা প্রকল্প প্রায় শেষ হলেও মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ থমকে রয়েছে। এর ফলে নতুন লাইনের সম্প্রসারণের কাজ আটকে গিয়েছিল। কলকাতা পুলিশের ছাড়পত্র না-মেলায় ফেব্রুয়ারি থেকে এগোয়নি কাজ। এর ফলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চালু হলেও বিমানবন্দর পর্যন্ত পরিষেবা চালু করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *