অবশেষে পাড়ায় শিক্ষালয় শুরু হল আজ থেকে , খুশির হাওয়া এমনকি কচিকাঁচাদের মধ্যেও
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে কচিকাচারা স্কুলের মুখ দেখল আজ থেকেই । এই প্রথমবার তাদের স্কুলে আসা। অচেনা সহপাঠীদে্র সঙ্গে বন্ধুত্ব করা। আনন্দ তাদের আর যেন ধরে না। কলকাতার এক বেসরকারি স্কুলের এই ছবি পাড়ায় শিক্ষালয় শুরুর প্রথম দিনেই । অর্থাৎ আজ থেকেই পাড়ায় শিক্ষালয় শুরু হয়েছে।কিন্তু কীভাবে ক্লাস হবে? সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিস্তারিত জানিয়েছেন। তিনি এও বলেন, ‘শিশুরা এখনও যারা ডোজ নেয়নি, পরিস্থিতির দিকে নজর রাখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বৃষ্টির দিনে শিক্ষালয় করা যাবে না। শিক্ষালয়ের জন্য বড় যদি জায়গা থাকে ভাল, আর তা না হলে পাড়ায় পাড়ায় শিক্ষালয় হবে গাছের তলায় । এসবই দেখে নিতে হবে শিক্ষকদেরকে ।’
উল্লেখ্য, স্কুলের শিক্ষক , পার্শ্বশিক্ষক ও শিক্ষা সহায়করা পড়ুয়াদের পাড়ায় পাড়ায় গিয়ে ক্লাস নেবেন পাড়ায় শিক্ষালয় প্রকল্পে। জানা গেছে , প্রায় ৮০ লক্ষ প্রাথমিক পড়ুয়ার জন্যই চালু হয়েছে এই প্রকল্প। এই মুহূর্তে শুধুমাত্র প্রাথমিক স্তরে ভাবনা রাজ্যের শিক্ষা দপ্তরের।