ভারতরত্ন লতা মংঙ্গেশকর সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে ! গভীর শোকের ছায়া দেশ জুড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সুরসম্রাজ্ঞী ভারত রত্ন লতা মংঙ্গেশকর অবশেষে প্রয়াত হলেন সকলকে কাঁদিয়ে। তিনি ১১ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন করোনা আক্রান্ত হয়ে। ছোটবেলায় তার গানের হাতেখড়ি হয় বাবার কাছে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে শিল্প জগৎ থেকে শুরু করে এমনকি সারা দেশেও।

১৬ ডিসেম্বর ১৯৪১ সাল থেকে সাত দশকের গাইকা হিসেবে পথ চলা শুরু হয় । ১৯৪২ সালে মারাঠিতে প্রথম প্লেব্যাক। ৩৬ টিরও বেশি ভাষায় গান গেয়েছেন লতা মংঙ্গেশকর। মাল্টিপেল অর্গান ফেল হয়েই রবিবার সকাল ৮.১২ মিনিটে প্রয়াত হলেন লতা মংঙ্গেশকর। হাসপাতালের তরফে পরে একথা জানানো হয় মেডিকেল বুলেটিন প্রকাশ করে।গতকাল সন্ধ্যায় শিবাজী পার্কে বিশিষ্ট জনেদের উপস্থিতিতে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্ত সম্পন্ন হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *