অবশেষে ২৪৭ জন বিখ্যাত বিজ্ঞানীর মুখ্যমন্ত্রীকে চিঠি আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে
বেস্ট কলকাতা নিউজ : জুনিয়র চিকিৎসকদের পাশে এবার বিশিষ্ট বিজ্ঞানীরা। জুনিয়র চিকিৎসকদের দাবি সঙ্গত। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে বক্তব্য ২৪৭ জন বিশিষ্ট বিজ্ঞানীর। দেশ-রাজ্যের স্বনামধন্য বিজ্ঞান প্রতিষ্ঠানে কর্মরত বিজ্ঞানীরা এই চিঠি দিয়েছেন বলে জানা গেছে । জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি নিয়েও মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সরব হয়েছেন বিজ্ঞানীরা। সরকারের জিরো টলারেন্স নীতি সত্ত্বেও দুর্নীতি নিয়ে অভিযোগ জানাতে মানুষ ভয় পাচ্ছেন। কারণ অভিযোগ জানানোর জন্য তৈরি এজেন্সির আধিকারিকেরাই দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়ে বিস্ফোরক অভিযোগ বিশিষ্ট বিজ্ঞানীদের ।
এদিকে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির প্রেক্ষিতে বিজ্ঞানী পার্থ মজুমদার এও বলেন , “সমাজের বিভিন্ন জায়গায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অভিযোগ জানাতে গেলে দেখা গেছে অভিযোগ নেওয়া হচ্ছে না। সমাজ একটা সামগ্রিক অবক্ষয়ের সামনে দাঁড়িয়ে। ডাক্তাররা যে দুর্নীতি মুক্ত সমাজের দাবি করছেন, আন্দোলন করছেন, এটা দরকার। সরকারের উপর চাপ রাখতেই হবে। অবক্ষয়ের হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে।” প্রসঙ্গত, ধর্মতলায় অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। পুজোর মধ্যেই আরো বেড়েছে আন্দোলনের ঝাঁঝ। আন্দেোলনের ঢেউ উঠেছে নাগরিক মহলেও । চলছে মিছিল, উঠছে স্লোগান। এরইমধ্যে এবার তাবড় তাবড় বিজ্ঞানীরা আন্দোলনের পাশে দাঁড়ানোয় জুনিয়র ডাক্তারদের মনোবল অনেকটাই বৃদ্ধি পাবে বলে মত ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের।