আচমকা গুলি ছুটল ব্যাংকের নিরাপত্তা রক্ষী বন্দুক থেকে, গুলিবদ্ধ হলেন পাঁচ জন
শিলিগুড়ি : হঠাৎ করে গুলি ছুটল ব্যাংকের নিরাপত্তা রক্ষী বন্দুক থেকে, গুলিবদ্ধ হলেন পাঁচ জন। অবাক করা ঘটনাটি ঘটেছে শিলিগুড়িটি বিধান নগরে, এদিকে এদিনের সকালের এই ঘটনায় ব্যাপক হইচই পড়ে যায় ব্যাংক এবং ব্যাংকের বাইরে। হঠাৎ করে ওই নিরাপত্তা রক্ষীর বন্দুকটি মাটিতে পড়ে যায়, এবং তার থেকে গুলি ছিটকে পাঁচজনের গায়ে লাগে। এদের মধ্যে একজন শিশুও রয়েছে। তাদের প্রত্যেককে প্রথম একটি হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে অবস্থা খুব একটা ভালো না থাকায় ওখান থেকে স্থানীয় একটি নার্সিংহোমে তাদের নিয়ে আসা হয়।এদিকে ওই আহতদের আত্মীয়রা এদিন জানান নিরাপত্তা রক্ষীরা ব্যাংকের অন্যান্য কাজও করেন, এইজন্য তাদের অনেক সময় ক্ষোভ থাকে। আজকে যে ঘটনা ঘটে গেল, তারা এখন ব্যাংক কর্তৃপক্ষকে তা জানাবেন, যাতে নিরাপত্তা রক্ষীদের দিয়ে অন্য কোন কাজ না করানো হয়।


