আজ সেই কাঙ্ক্ষিত জামাইষষ্ঠী, শিলিগুড়িতে আকাশছোয়া মাছের দাম
শিলিগুড়ি : আজ জামাইষষ্ঠী, শিলিগুড়িতে জামাইষষ্ঠীর দিনে আকাশছোয়া দাম মাছের। এবারের বাজারে ইলিশের সাথে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে ভেটকি এবং পাবদা মাছ। অন্যান্য দিনের চেয়ে আজকে যার দাম এক -দেড়শো টাকার বেশী। শিলিগুড়িতে গতকাল থেকেই দেখা গেছে মাছ বাজারে উপচে পড়া ভীড়, ছোট কি বড় সব ধরনের মাছের বিক্রি এবারে প্রায় তিনগুন বেড়ে গেছে। শিলিগুড়ির প্রধান তিনটি বাজার বিধান মার্কেট, সুভাষপল্লী এবং হায়দারপাড়া বাজারে মানুষের ভীড় উপচে পড়ছে মাছের বাজারে শশুর বাড়ির লোকেরা সকালেই মাছের ব্যাগ নিয়ে বাজারে পৌছে গেছেন মাছের বাজারে।
মাছের বাজারে সবচাইতে বেশী দাম ইলিশের প্রায় দেড়হাজার থেকে আড়াইহাজার টাকা দাম ইলিশের বেড়ছে। পিছিয়ে নেই ছোটমাছও, সব মাছের চাহিদা একেবারে উদ্র্বমুখি। মাছ দেখা এবং মাছ খাওয়া বাঙ্গালী সংষ্কারে শুভ দিন বলে বিবেচিত হয়। তাই জামাইষষ্ঠীর দিনে মাছ বাঙ্গালীর কাছে অন্যতম প্রধান আয়োজন। ষষ্ঠীর দিনে ইলিশ মাছ দড়ি দিয়ে বেধে নিয়ে যেতে দেখা গেছে অনেক মানুষকেই, বর্তমানে ইলিশ না হলেও বাঙালির পাতে যেকোন মাছই গ্রহনযোগ্য। তবে এবারের জামাইষষ্ঠীর আগে এবং আজকে মাছের বাজারের ভীড় প্রমান করে দিলো বাঙালির কাছে উৎসবের দিনে মাছের জনপ্রিয়তা কতখানি?