আবারও দুস্থদের পাশে দাঁড়িয়ে শিরোনামে উঠে এলো শিলিগুড়ির বিশিষ্ট ডাক্তার শীর্ষেন্দু পাল
শিলিগুড়ি : আবার শিরোনামে ডাক্তার শীর্ষেন্দু পাল, শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবির এবং বিনামূল্যে ওষুধের আয়োজন করেছিলেন চার অন্যতম এবং প্রধান উদ্যোক্তা ছিলেন ডাক্তার শীর্ষেন্দু পাল। তিনি জানালেন যেদিন থেকে ডাক্তারি শুরু করেছি সেদিন থেকেই আমার আশা এবং স্বপ্ন গরিব এবং অসহায় মানুষদের জন্য কিছু করে দাওয়া, যাতে তারা অন্তত অসুস্থ হলে ন্যূনতম পরিষেবা পায়। এই রামকৃষ্ণ মিশন এমন একটা জায়গা যার পরিচয় নিয়ে নতুনভাবে কথা বলার কোন প্রয়োজন নাই। অন্তত আমার তাই ধারনা।
ডাক্তার শীর্ষেন্দু পাল আরও জানান এমন কিছু ওষুধ আছে যেই ওষুধ সহজে সব জায়গা পাওয়া যায় না, আমি চেষ্টা করি এইসব ওষুধ যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সুগার এমন একটা অসুখ যার ভয়াবহতা আস্তে আস্তে ভিতরে ভিতরে ঘুরতে থাকে। এবং ভেতর থেকে শেষ হয়ে যায়, আমি বলব সুগার ধরা পড়লেই প্রথম থেকে সুগার নিয়ন্ত্রণ করো। এবং ওষুধ খাও। প্রয়োজনে আমার কাছে আসো। এদিকে রামকৃষ্ণ মিশনে ডাক্তার শীর্ষেন্দু পালের এই বিনামূল্যে চিকিৎসা শিবিরে বিনামূল্যে ওষুধও দেওয়া হয় বহুদিন থেকেই। তিনি আরো জানান মানুষের আশীর্বাদ এই আমি এগিয়ে চলতে চাই। এটাই আমার স্বপ্ন এবং ভবিষ্যৎ বলে জানান তিনি।