বাংলাদেশী মৎস্যজীবীরা সুন্দরবনের জঙ্গলে গাছের ডালে বসেই রাত কাটালো বাঘের আতঙ্কে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ডুবো চরে ট্রলার ধাক্কা খায় গভীর সাগরে। পাটাতন ফেটে ট্রলারে হু হু করে জল ঢুকতে থাকে । বাঁচার একমাত্র সম্বল লাইফ জ্যাকেট ও অন্যান্য সামগ্রী দিয়ে ভেলা তৈরি করে বাংলাদেশী মৎস্যজীবীরা সাগরে ঝাঁপ দেন ।দুই রাত তাঁদের কাটে ভেলা সম্বল করেই । তাঁরা আশ্রয় নেয় সুন্দরবনের জঙ্গল সংলগ্ন কালীবাড়ি দ্বীপে । বাঘের ভয়ে জঙ্গলে ১৭ জন মৎস্যজীবীর গাছের ডালেই রাত কাটে। শেষে রবিবার রাতে মৈপীঠ উপকূল থানা এলাকার মৎস্যজীবীদের নৌকা তাঁদের কাঁকড়া ধরার সময় দেখতে পেয়ে উদ্ধার করে। নিয়ে আসা হয় থানায়।

মৈপীঠ থানার পুলিশ তাঁদের কুলতলি-জয়নগর গ্রামীণ হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। এমনকী, প্রত্যেকের জন্য পুলিশ প্রশাসন খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করে।অন্যদিকে, জীবনতলা থানার পুলিশ উদ্ধার করে ১৩ জন বাংলাদেশী মৎস্যজীবীকে । বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান বলেন, প্রত্যেক মৎস্যজীবীকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া হবে তাঁদের দেশে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *