আবাসনে দেহ ব্যাবসার আসর! আবাসিকদের পথ অবরোধ দুর্গাপুর এলাকায়
বেস্ট কলকাতা নিউজ : ঘটনাস্থল দুর্গাপুর নিউটাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর ফুলঝোড় মোড় সংলগ্ন শরৎপল্লি এলাকা৷ সেখানেই পেশায় মেক-আপ আর্টিস্ট এক মহিলা দু’টি ঘর নিয়ে ভাড়া থাকেন একটি আবাসনে৷ স্থানীয়দের আরও অভিযোগ, রোজ রাতে দেহ ব্যাবসার আসর বসে ওই দু’টি ঘরে৷ অচেনা ব্যক্তিদের আনাগোনা লেগে থাকে এমনকি মাঝরাত পর্যন্তও৷ আবাসনের মালিককে বিষয়টি বারবার জানানো হয়েছে। কিন্তু, তিনি কোনো আমল দেননি বলেই অভিযোগ৷ এরপরই গতরাতে আবাসনের ভাড়াটিয়ারা ক্ষোভে ফেটে পড়েন ফের একই ঘটনা ঘটায়৷
এমনকি রাতে আবাসিকরা সরব হন ওই মহিলাকে আবাসন থেকে সরানোর দাবিতে৷ বিক্ষোভের খবর পেয়ে আবাসনের মালিকও ঘটনাস্থানে যান৷ আবাসিকরা বিক্ষোভ দেখান এমনকি তাঁকে ঘিরেও৷ বিক্ষোভ দেখানো হয় ফুলঝোড় মোড়ের কাছে দীর্ঘক্ষণ রাস্তায় বসে। প্রায় আধ ঘণ্টা বিক্ষোভ চলে রাস্তায় বাঁশ, চেয়ার রেখে৷ শরৎপল্লির বাসিন্দাদের আরও অভিযোগ, “ওই মহিলা আবাসনে মধুচক্রের আসর বসায় দীর্ঘদিন ধরে৷ যার জেরে ক্রমশ নষ্ট হচ্ছে এলাকার পরিবেশও।”
অবশেষে নিউটাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। যদিও, পুলিশ আসার আগেই ওই মহিলা পালিয়ে যায় ঘটনাস্থলে থেকে। বিক্ষোভকারীরা পুলিশকে আরও জানায় তাঁরা ততক্ষণ রাস্তা অবরোধ করে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ওই মহিলাকে আবাসন থেকে তাড়ানো হবে। অবশেষে বিক্ষোভ ওঠে পুলিশের আশ্বাসে।প্রসঙ্গত ,ওই মহিলার বিরুদ্ধে বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসা চালানোর অভিযোগ রয়েছে দুর্গাপুর সিটিসেন্টার এলাকায়।এমনকি দেহ ব্যাবসার রমরমা কারবার চলে সিটিসেন্টারের বেশ কিছু পার্লারে৷ কিন্তু স্থানীয়দের অভিযোগ, লকডাউনের জেরে দীর্ঘ সময় পার্লার বন্ধ থাকায় এখন বাড়িতে উঠে এসেছে সেই আসর।