প্রায় ১০০ কেজির ডলফিন ধরা পড়ল সুন্দরবনের নদী থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : একটি বিশাল আয়তনের ডলফিন ধরা পড়ল প্রত্যন্ত সুন্দরবন এলাকার সন্দেশখালি থানার অন্তর্গত কোড়াকাটি বালি বোয়ালিয়া নদী থেকে৷ সোমবার বন দফতরের হাতে তুলে দেওয়া হল ডলফিনটিকে৷

পুলিশ সূত্রে খবর, ওজন প্রায় এক কুইন্টাল (১০০ কেজি) হবে প্রায় সাড়ে চার ফুট লম্বা এই ডলফিনটির৷ কোনও ভাবে ডলফিনটি খালে ঢুকে পড়েছিল সমুদ্র থেকে রায়মঙ্গল নদী হয়ে৷স্থানীয় বাসিন্দাদের মতে ডলফিনটি আসে নদীতে জোয়ারের সময়, কিন্তু ভাটার সময় ডলফিনটি অল্প জলেই আটকে পড়ে খালের জল কমে যাওয়ায় ফলে। তখন স্থানীয় মানুষ সেখান থেকে তুলে আনেন ডলফিনটিকে। এবং রেখে দেওয়া হয় কোড়াকাটি- দুর্গামন্ডপ মিলন বাজার সংলগ্ন একটি ভেড়িতেও৷

খবর পেয়ে সুন্দরবনের কোড়াকাটি গ্রামে দূর-দূরান্ত থেকে বহু মানুষ ভিড় করে ডলফিনটি দেখতে৷ এমনকি পাশাপাশি গ্রামের মানুষও সেটিকে দেখতে ভিড় জমায়৷এদিকে বন দফতর-এর বসিরহাট রেঞ্জকেও খবর দেওয়া হয়৷তারা ঘটনাস্থলে আসেন খবর পেয়েই৷ তখন স্থানীয় বাসিন্দারাই বন দফতরের হাতে তুলে দেয় বিশাল আয়তনের ডলফিনটিকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *