আরও চাপে বোস! শ্লীলতাহানির পর এবার রাজ্যপালের বিরুদ্ধে হোটেলে ধর্ষণের অভিযোগ উঠলো এক নৃত্যশিল্পীকে
আরও বেকায়দায় রাজ্যপাল! এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। অভিযোগকারী এক নৃত্যশিল্পী। অভিযোগ, ওই নৃত্যশিল্পীকে দিল্লিতে নিয়ে গিয়ে এক হোটেলে ধর্ষণ করেছেন রাজ্যপাল । কয়েক মাস আগেই তাঁর অভিযোগ তিনি কলকাতা পুলিশে দায়ের করেছেন। এবার বিষয়টি সামনে আসে, যখন কলকাতা পুলিশ তদন্ত রিপোর্ট নবান্নে পাঠিয়েছে।
ওই নৃত্যশিল্পীর দায়ের করা অভিযোগের বয়ান অনুযায়ী, কয়েক মাস আগে এক নামী সঙ্গীতশিল্পীর মাধ্যমে কলকাতায় রাজভবনে যান তিনি। তারপর থেকে রাজ্যপালের সঙ্গে তাঁর আলাপ-কথাবার্তা হতে থাকে। নিজের ব্যক্তিগত সমস্যায় জর্জরিত ওই নৃত্যশিল্পী রাজ্যপালকে তাঁর সমস্যার কথা জানিয়েছিলেন। তাঁকে ভারতের এক উচ্চপদস্থ আমলার পরিচয় করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যপাল। তাঁর সঙ্গে পরিচয় করে সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দেন। সেই মতো দিল্লিতে তাঁকে নিয়ে গিয়ে এক হোটেলে রাখা হয় বলে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ।
মহিলার অভিযোগ, দিল্লির ওই হোটেলেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে ধর্ষণ করেন। ৬-৭ মাস আগের ঘটনা। ওই নৃত্যশিল্পী কলকাতা পুলিশ কমিশনারের কাছে তখনই অভিযোগ দায়ের করেছিলেন বলে দাবি। সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করলে কলকাতা পুলিশ আগের এই অভিযোগ নবান্নে পাঠিয়েছে পরবর্তী পদক্ষেপের জন্য।
শ্লীলতাহানির অভিযোগ ওঠায় এমনিতেই অস্বস্তিতে রাজ্যপাল। সপ্তাহ দুয়েক আগের ঘটনা। এক শনিবার বিকালে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মী। পুলিশের কাছে দেওয়া তাঁর বয়ান অনুযায়ী, রাজ্যপাল তাঁর চাকরির স্থায়ীকরণ করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সে কথা বলতে গিয়ে তিনি শ্লীলতাহানির শিকার হন। এরপর ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বিষয়টি প্রকাশ্যে আনেন। বিষয়টি নিয়ে সরব হন শাসক নেতৃত্ব। মুখ খোলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা। সরব হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।