আরও ৮-১০ বিধায়ক যুক্ত চাকরি ‘বিক্রি’ চক্রের সঙ্গে ? এমনি চাঞ্চল্যকর তথ্য উঠে এলো জীবনকৃষ্ণ সাহাকে জেরা করে !
বেস্ট কলকাতা নিউজ : পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলেও হল না শেষ রক্ষা। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের পর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার আরও এক তৃণমূল বিধায়ক। টানা ৬৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শেষমেশ সোমবার ভোরে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর বাড়ির পাশের পুকুরে তল্লাশিতে একটি মোবাইল ফোন আগেই মিলেছিল, আরও একটি ফোনের খোঁজে টানা চলে তল্লাশি। শেষমেশ ওই পুকুর থেকেই সোমবার বেলা ১২টার কিছু সময় পরে মেলে দ্বিতীয় মোবাইল ফোনটিও। এরই পাশাপাশি বিধায়কের বাড়ির পাশের ঝোপ থেকেও ৫টি ব্যাগ উদ্ধার করেছে সিবিআই। ওই ব্যাগগুলিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বহু বিস্ফোরক তথ্য রয়েছে বলে দাবি সিবিআই সূত্রের।
উল্লেখ্য, সিবিআই ক্রমশ গোটাচ্ছে নিয়োগ দুর্নীতি মামলার জাল? সোমবার ভোরে গ্রেফতারের পর মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে সিবিআই বেলা পৌনে এগারোটা নাগাদ আনে কলকাতার নিজাম প্যালেসের দফতরে।
সূত্রের দাবি, বড়ঞার তৃণমূল বিধায়ককে টানা ৬৫ ঘণ্টা ধরে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও ৮-১০ জন বিধায়কের নাম পেয়েছে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি এঁদেরও নিয়োগ দুর্নীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগ রয়েছে বলেও । সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির ঘটনাকে। গত শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ জীবনকৃষ্ণের বড়ঞার আন্দির বাড়িতে তল্লাশিতে যায় সিবিআই। সেই থেকে টানা ওই বাড়িতেই ঘাঁটি গেড়ে পড়েছিলেন তদন্তকারীরা।