৬ লক্ষ টাকার প্রতারণা মৎস্য দফতরে চাকরির নামে, সর্বস্বান্ত যুবক দ্বারস্থ হল আদালতের কাছে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : তিন প্রতারকের বিরুদ্ধে এক যুবকের কাছ থেকে ৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল  মৎস্য দফতরে চাকরি করে দেওয়ার নাম করে।আরও জানা গিয়েছে,  প্রতারকরা মৎস্য দফতরে চাকরীর জাল নিয়োগপত্র দেয় প্রতারিত ঐ যুবককে।  ঐ যুবক প্রতারকদের কাছ থেকে টাকা ফেরত চান নিয়োগপত্রটি জাল জানার পরেই। লক্ষাধিক টাকা তাঁকে ফেরতও দেওয়া হলেও বাকি টাকা ফেরত দেওয়া যাবে না বলে প্রতারকরা স্পষ্ট জানিয়ে দেয় । প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে  এরপরই স্থানীয় খণ্ডঘোষ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত ঐ যুবক। কিন্তু,  কিন্তু অভিযোগ উঠেছে থানা এই ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি বলেই। 

এই বিষয়ে যুবকের আইনজীবী বিধান চন্দ্র সামন্ত বলেন, “থানা কোন ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি  এসপিকে জানানো হয়েছে। তারপরও  এমনকি সক্রিয় হয়নি পুলিস।  বর্ধমান সিজেএম আদালতে মামলা করা হয়েছে এক রকম বাধ্য হয়েই। আদালত এদিকে  খণ্ডঘোষ থানার ওসিকে নির্দেশ দিয়েছে কেস রুজু করে তদন্তের জন্য।”যদিও খণ্ডঘোষ থানার এক অফিসার বলেন,  তার জানা নেই এ ধরণের অভিযোগ জানাতে থানায় কেউ এসেছিল কিনা।  কিছু জানা নেই আদালতের নির্দেশের বিষয়েও। আদালত নির্দেশ দিলে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে তা খতিয়ে দেখেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *