ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্মীদের জন্য কোয়ারানটিন সেন্টার চালু হল রাজারহাটে
বেস্ট কলকাতা নিউজ : এবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কোয়ারানটিন সেন্টার তৈরি হল রাজারহাটে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কর্মীদের জন্য এই কোয়ারানটিন সেন্টার তৈরি করা হয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)-এর পক্ষ থেকে। রাজারহাটে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যে লেবার ক্যাম্পটি বর্তমানে রয়েছে, সেখানেই আলাদা করেই এই সেন্টার তৈরি করা হয়েছে। এখানে পরিষেবা চালু হয়ে গেছে চলতি মাস থেকেই। সম্প্রতিএকাধিক মেট্রোর কর্মী COVID-19’এ আক্রান্ত হন বউবাজারের সুড়ঙ্গের কাজ করতে গিয়ে। তারপরে আইসলেশনে পাঠানো হয় তাঁদেরকে। তাই যদি আবারও কোনও কর্মী যদি ভবিষ্যতে সংক্রমিত হন, সেক্ষেত্রে তাঁদের চিকিৎসা করা হবে পৃথক জায়গায় রেখে। তাই এই ব্যবস্থা করা হয়েছে সেই চিন্তা-ভাবনা থেকেই।
নাম প্রকাশে অনিচ্ছুক KMRCL-এর এক আধিকারিক বলেন যে, “রাজারহাটে একটি আইসলেশন সহ একটি কোয়ারানটিন সেন্টার করা হয়েছে। এখানে প্রায় ২৫ টি বেড রয়েছে। ইতিমধ্যেই জ্বর ও কিছু উপসর্গ দেখা গেছে মেট্রোর বেশ কয়েকজন কর্মীরও। তাঁদের রাখা হয়েছে এই সেন্টারে। প্রতিদিন চিকিৎসকরা পরীক্ষা করে যাচ্ছেন তাঁদেরকে। পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় স্বাস্হ্য পরীক্ষাও করা হয়েছে।”