বড় ভূমিকা কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে, নগরপাল সংবর্ধনা দিল ৯ পুলিশকর্মীকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মোটেই সহজ নয় লড়াইটা। সিংহের কলিজার প্রয়োজন হয় এই লড়াই লড়তে হলে৷ এক আকাশ মানবিকতারও প্রয়োজন সেই সঙ্গে।ওঁরা লড়েছেন ও ক্রমাগত লড়েও চলেছেন সেই লড়াইয়ে। এমনকি স্বীকৃতিও পেলেন সেই কাজের। ঘটনাক্রমে গতকাল কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা লালবাজারে ডেকে সংবর্ধনা দিলেন কোরোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা ৯ পুলিশকর্মীকে। জানালেন অভিনন্দন। এটাও বোঝালেন যে গোটা পুলিশ বাহিনী গর্বিত তাঁদের কীর্তিতে।

৯পুলিশকর্মীকে সংবর্ধনা জানিয়ে নগরপাল বলেন গতকাল আরও বলেন, “ওরা শুধু আমাদের সহকর্মী কোরোনা যোদ্ধাই নন, আরও বেশি কিছু । এমনকি ওরা নিজেরাও আক্রান্ত হয়েছেন ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। রোগ জয় করে ফিরে এসে শুধু কাজেই যোগ দেননি, নিজেদের প্লাজ়মাও এমনকি দান করেছেন সংকটাপন্ন রোগীকে বাঁচাতে গিয়ে।এটা অত্যন্ত গর্বের।” এদিকে সংবর্ধনা পেয়ে কোরোনা যোদ্ধারা বলেছেন, “আজকের দিনটা আমাদের জন্য স্মরণীয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *