একশোয় একশো দু’মিনিটে! ঝাড়গ্রামের একরত্তি ছোট্ট মেয়ের রেকর্ড একগুচ্ছ রাজধানীর নাম বলে
বেস্ট কলকাতা নিউজ : ভারত… দিল্লি। শ্রীলঙ্কা… কলম্বো। চিন… বেজিং। মাত্র তিন বছর এগারো মাস বয়সে এভাবেই বেলপাহাড়ির সংস্থিতা মাহাতো ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল গড়গড় করে ১০০ টি দেশের নাম আর তাদের রাজধানীর নাম বলে। সে ঝাড়গ্রাম শহরে থাকে তাঁর বাবা মায়ের সঙ্গেই। মা-বাবার আরও দাবি, সংস্থিতার মাত্র ২ মিনিট ২৭ সেকেন্ড সময় লেগেছিল ১০০টি দেশের নাম ও তাদের রাজধানীর নাম বলতে। সেই ভিডিওটিই বাবা সত্যজিত্ মাহাতো ই-মেল করে পাঠান ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।
সংস্থিতার বাবা সত্যজিত্ মাহাতো গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মী এবং মা ঝুমা পাইন মাহাতো বেলপাহাড়ির ডাইনমারী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। বর্তমানে সত্যজিত্ কর্মসূত্রে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে থাকেন স্ত্রী ও নিজের কন্যাকে নিয়ে। সংস্থিতার বাবা সত্যজিত্ মাহাতো বলেন, মেয়ে ১০০টি দেশ ও রাজধানীর নাম বলতে পারায় একদিন তিনি মোবাইলে ভিডিও করেন। এরপর গত ৩১ অগস্ট ওই ভিডিওটি ই-মেল মারফত পাঠান ইণ্ডিয়া বুক অফ রেকর্ডসে। সম্প্রতি তাঁরা ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসের পাল্টা ই-মেলে জানতে পারেন সেখানে নাম তুলেছে তাঁদের ছোট্ট মেয়ে। মাহাতো পরিবার উচ্ছ্বাসে ফেটে পড়ে এই সুখবর আসতেই।