এক দুর্ধর্ষ মানের ফটোগ্রাফি তার, একমাত্র স্বপ্ন সেরা ছবি তোলা, জানালেন বিশিষ্ট ফটোগ্রাফার শিবাজী রায়
নিজস্ব সংবাদদাতা : সেই ছোটবেলা থেকেই ফটোগ্রাফির উপর শখ তার। চেয়েছিলেন সেরা ফটোগ্রাফার হতে, তবু কিছু বাকি থেকে গেছে। তবে আক্ষেপ নেই আমার এমনটাই জানালেন বিশিষ্ট ফটোগ্রাফার শিবাজী রায়। বর্তমানে শিলিগুড়ির বিধান মার্কেটে তার নিজস্ব স্টুডিও আছে। এদিকেই নিজেকে সম্পূর্ণ মনোযোগ করে রেখেছেন তিনি। তিনি এও জানান কোন আক্ষেপ নাই আমার, আমি যা হতে চাইছি তার থেকে ভালো আছি। আমি চাই আরো আরো ভালো ছবি তুলতে, ছবিকে আমি শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চাই। এখনো আমার স্টুডিওতে যারা ছবি তুলতে আসেন, তাদেরকেও চেষ্টা করি সেরা ছবি দিতে। আমার নিয়ম একটাই যেখানেই যেভাবে ফটোগ্রাফিতে যাই, সেখানেই চেষ্টা করি ভালো ছবি দিতে।
জানা গেছে বিদেশেও ভ্রমণ করেছেন তিনি, সুন্দর সুন্দর ছবি তৈরি করেছেন, বাইরে গেছেন ফটোগ্রাফির এক্সিবিশনেও , তিনি আরো বলেন সবই করেছি আমি। ভালো ভালো সুযোগ এসেছিল আমার কাছে, তবে সংসারের দায়িত্ব এবং কর্তব্য আমাকে যেতে দেয়নি। তবে আক্ষেপ নেই আমার, যা হতে চেয়েছিলম্ এবং যা চেষ্টা করেছি তার থেকে ভালো আছি আমি। জীবনের ভালো দিকগুলো সব সময় খুঁজে বের করতে হয়। সব ধরনের ছবি তুলি আমি, পুজোর ছবি, বিয়ে বাড়ির ছবি এবং অন্যান্য ছবিও । আমি আমার সেরাটাই দিতে চেষ্টা করি, বলেও জানান শিবাজী রায়। তার কথায়, যে যাই করুক না কেন সঠিকভাবে করতে হবে, এবং সৎ পথে করতে হবে, তবেই সে সফল হতে পারবে জীবন। আমি সেটাই করে চলেছি, আপাতত আমার স্টুডিওই আমার স্বপ্ন, এবং আমার ভবিষ্যৎএমনটাই বললেন তিনি।