এবারে রেকর্ড সংখ্যায় বিদেশী পর্যটক এলেন দার্জিলিং এ, এক নতুন নজীর গড়লো রাজ্যের অন্যতম প্রধান এই শৈল শহর
নিজস্ব সংবাদদাতা : এবারে বিদেশী পর্যটক রেকর্ড সংখ্যায় আসলেন শৈল শহরে। এবারে জানুয়ারী থেকে নভেম্বর মাস পযর্ন্ত রেকর্ড সংখ্যায় পর্যটক এসে ভীড় করেছেন দার্জিলিং এ। পরিসংখ্যান বলছে এবারে অন্যান্যবারের তুলনায় 15% বেশী বিদেশী পর্যটক এসেছেন দার্জিলিং এ। এর মধ্যে ইয়োরোপ থেকে আসা পর্যটক দের সংখ্যা সবচাইতে বেশী। ইয়োরোপের মধ্যে অষ্ট্রেলিয়া, ইতালি, হল্যান্ড, জার্মানী এবং ব্রিটেন ছাড়াও পোল্যান্ড এবং নরওয়ে থেকেও প্রচুর পর্যটক এসেছেন দার্জিলিং এ আর অন্যদিকে কলম্বিয়া এবং আর্জেন্টিনা থেকেও এসেছেন বহু বিদেশী পর্যটক।
এইবারের মতন শৈলশহরে এত বিদেশী পর্যটক কোন বছর দার্জিলিং এ আসেন নি বলে জানা গেছে দার্জিলিং এর পর্যটন বিভাগ থেকে। জানা গেছে বিদেশীদের মধ্যে প্রায় আশি শতাংশ পর্যটক সিকম, মিরিক এবং দার্জিলিং এর মধ্যে দার্জিলিং কেই পছন্দ করছেন। এর কারন হিসেবে দার্জিলিং এর ম্যাল এবং টাইগার হিলকে কৃতিত্ব দিচ্ছেন পর্যটন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন প্রায় একহাজার জন বিদেশী পর্যটকের মধ্যে সমীক্ষা করে এটা জানা গেছে। পর্যটকদের মধ্যে অনেকেই দার্জিলিং এ একবার অথবা দুবার ঘুরে গেছেন তাই তারা জানিয়েছেন তাদের কাছে দার্জিলিং সেরা। দার্জিলিং এর আবহাওয়া, দার্জিলিং এর হোটেল ছাড়াও দার্জিলিং এর ঘোরবার জায়গা তাদের কাছে সেরা বলে মনে হয়েছে। তাইতো তারা বারে বারে ঘুরে ভারতে আসলেই দার্জিলিং এ আসতে চান বলে জানিয়েছেন। সব মিলেয়ে বিদেশী পর্যটকদের কাছে পছন্দের তালিকায় সেরার মধ্যে অন্যতম দার্জিলিং।