এবার আপনাকে কেদারনাথ দর্শন করাবে শিলিগুড়ি বিধান মার্কেট গণেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটি
শিলিগুড়ি : এবার আপনাকে কেদারনাথ দর্শন করাবে শিলিগুড়ি বিধান মার্কেট গণেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটি। শিলিগুড়ি বিধান মার্কেট গনেশ পূজো ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বাপি সাহা জানান এবারে একটু অন্য চিন্তা আছে আমাদের, মানুষের যেখানে আকর্ষণ বেশি সেটাই করতে চেষ্টা করে চলেছি। আমাদের এই মার্কেট এ প্রচুর ভীড় হয় পূজা দেখতে। আর আমাদের প্রতি বছর বিনামূল্যে দুস্থ দের চিকিৎসার ব্যবস্থা করা হয়। যেখানে আমাদের সদস্যরা রক্তদান করে থাকেন। একটু বলতে পারি শিলিগুড়িতে আমাদের গণেশ পূজো শিলিগুড়িতে পুজোর অন্যতম সেরা আকর্ষণ। এবারেও সেই চেষ্টা আমরা করে যাব, এমনটাই জানালেন তিনি।
