এবার থেকে ” কিউআর কোড ” স্ক্যান করলেই জানতে পারবেন ” গরুমারাকে ” যাবতীয় তথ্য মিলবে রাজ্য বন দপ্তরের ওয়েবসাইটে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : কিউআর কোড স্ক্যান করলেই গরুমারা বন্যপ্রাণ বিভাগের অধীনে থাকা সংরক্ষিত জঙ্গল সম্পর্কে এখন যাবতীয় তথ্য পেয়ে যাবেন পর্যটকরা। ফেসবুক পেজে ঢুকলেই বন দপ্তরের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন। প্রাথমিকভাবে এই কিউআর কোড চালু করা হলেও তার আপগ্রেডেশনের অনেক কাজ বাকি আছে। কিউআর কোড স্ক্যানের মাধ্যমেই প্রয়োজনীয় তথ্য জানার পাশাপাশি যে কেউ কোনও সমস্যার কথা বা অভিযোগ জানাতে পারবেন। পরবর্তীতে ইকো কটেজ বুকিং করাও যাবে এর মাধ্যমে।

গরুমারা বন্যপ্রাণ বিভাগের অধীনে চাপড়ামারি বন্যপ্রাণ অভয়ারণ্য, গরুমারা জাতীয় উদ্যান ও নেওড়াভ্যালি জাতীয় উদ্যান রয়েছে। পর্যটকরা লাটাগুড়ি প্রকৃতি পরিচিতিকেন্দ্র ও মূর্তির টিকিট কাউন্টার থেকে বিভিন্ন ওয়াচটাওয়ারে ডে ভিজিটের টিকিট নিয়ে থাকেন। কিউআর কোড স্ক্যান করে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন গরুমারা সম্পর্কে। অনেকেই আছেন উত্তরবঙ্গ সম্পর্কে খুব একটা ধারণা নেই, তাদের জন্য এই পদ্ধতি প্রচন্ড কাজে লাগবে বলে মনে করছেন গরুমারায় থাকা রিসোর্টের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। তারা জানিয়েছেন আজবার আগে যেখানে যাচ্ছি যাবতীয় তথ্য জানার একটা ইচ্ছা থাকে পর্যটকদের মধ্য। এবারে আগের থেকেই তা পেয়ে যাবেন পর্যটকেরা। এতে আকর্ষণ বাড়বে আমাদের ” গরুমারার”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *