এবার থেকে নথিভুক্ত করা হবে উত্তরবঙ্গ জুড়ে পর্যটনের সাথে যুক্ত ব্যাবসায়ীদের নাম

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : সমস্যা অনেক দিন ধরেই, টাকা দিয়েও ঠিকভাবে পরিষেবা পান না বলে অভিযোগ পর্যটক দের। অনেকেই বলছেন কলকাতা থেকে বুক করে এনজেপীতে এসে চুড়ান্ত হয়রান হতে হয় পর্যটক দের। বাজেট করে এসেও অতিরিক্ত টাকা দিতে হচ্ছে পর্যটক দের। ফোনে চাওয়া হয় এক রকমের টাকা এবং সামনে আসলে আরেক রকমের টাকা চাওয়া হচ্ছে তাদের কাছে। গাড়ি ভাড়াও ফোনে এক রকম এবং কাছে গেলেও এক রকম টাকা চাওয়া হচ্ছে। পর্যটক দের অভিযোগ পাহাড়ের সাথে সমতল এর হোটেল এর মধ্যে আগের থেকেই কথা হয়ে থাকছে। বাইরের থেকে মানুষের আসার খবর পেলেই দাম তিনগুন করে দিচ্ছেন সাধারন মানুষ। নিরুপায় হয়েই টাকা দিতে বাধ্য হয়ে পড়ছেন তারা।

এদিকে অনেক পর্যটক জানিয়েছেন বাজেটের থেকে অনেক বেশী টাকা দিয়ে থাকতে হচ্ছে তাদের। অনেক পর্যটক কলকাতায় গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আর এর পরেই নড়েচড়ে বসেছে পর্যটন দপ্তরের শীর্ষকর্তারা। তারা বুঝতে পেরে গেছেন এইভাবে চললে পাহাড়ে মানুষের আসা অনেক টাই কমে যাবে এবং জনপ্রিয়তা হারাবে পর্যটন শিল্প। পর্যটন এর সাথে যে বা যারাই জড়িত আছেন প্রত্যেককে তাদের নাম নথিভুক্ত করবার নির্দেশ দাওয়া হয়েছে। যাতে কেউ আর অসাধু উপায়ে টাকা চাইতে না পারেন। আলাদা আলাদাভাবে তাদের নিজেদের নাম এবং যাবতীয় কাগজপত্র নথিভুক্ত করবার নির্দেশ দেওয়া হয়েছে। খারাপ হয়ে যেতে পারে পর্যটন এর ব্যাবসা, এই ধারনাই মাথায় উঠে গেছে সবার মনে আর সেই কারনে যাতে পাহাড়ে আসলে যাতে পর্যটক দের হেনস্থা না হতে হয় সেদিকে জোর দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *