এবার দুর্নীতি ইস্যুতে ‘যুদ্ধ ঘোষণা কেজরিওয়ালের বিরুদ্ধে ’, দিল্লি বিজেপি ‘উৎখাতের’ ডাক দিলো আপকে!
বেস্ট কলকাতা নিউজ : আপকে ‘দিল্লি থেকে ‘উপড়ে ফেলা’ই এখন বিজেপির কাছে ফোকাস। বিজেপির এই পরিকল্পনা নিয়ে কোন রাখঢাক করতে নারাজ পদ্মশিবিরের নেতারা। দূর্নীতি ইস্যুতে বিজেপি দিল্লির রাজনীতি থেকেই শুধু নয়, দেশের রাজনীতির ময়দান থেকে আপকে উৎখাত করতে ৪০০ দিনের একটি কৌশল তৈরি করেছে৷ যার বাস্তবায়ন শুরু হবে আজ থেকে। এই পরিকল্পনাটি ফোকাস করা হয়েছে ২০২৪ সালের ‘লোকসভা নির্বাচন’ এবং ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচন’কে সামনে রেখেই। দুর্নীতি ইস্যুতে এবার সরাসরি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে টার্গেট করতে কোমর বেঁধে ময়দানে নামতে চলেছে বিজেপি নেতৃত্ব।
ভারতীয় জনতা পার্টি আজ দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা মণীশ সিসোদিয়াকে রাউস এভিনিউ আদালতে হাজির করার সময় একটি বিক্ষোভ প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে। আপের বিরুদ্ধে ‘বড় কৌশল’ নিয়েই পথে নামছে বিজেপি। ‘৪০০-দিনের পরিকল্পনার’ মাধ্যমে, বিজেপি দিল্লি থেকে কেজরিওয়াল সরকারকে উৎখাত করতে সেই সঙ্গে সারা দেশে থেকে আপকে সমূলে উৎখাত করতে চাইছে। বিজেপি সূত্রে খবর, ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে দল সরকারি ক্ষেত্রে দুর্নীতির ১০ টি বড় অভিযোগে আপকে ‘কোণঠাসা’ করতে মরিয়া।
বিজেপির এক সিনিয়র নেতা বলেছেন যে ‘আগামী ৪০০ দিনের প্রত্যেকদিন আমরা দুর্নীতি ইস্যুতে আপকে নিশানা করার পরিকল্পনা সামনে এনেছি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালই যে ‘দিল্লির দুর্নীতির’ মুখ, তা দিল্লির পাশাপাশি সারা দেশের মানুষের সামনে তুলে ধরব আমরা’। অন্যদিকে বিজেপির আরেক নেতা বলেছেন যে ‘আপ সরকারের আমলে যে সকল ‘স্ক্যাম হয়েছে’, কেজরিওয়ালই তার ‘মাস্টারমাইন্ড’। আবগারি কেলেঙ্কারি ইস্যুতে আমরা যা করেছি ঠিক তেমনই হবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা’।