এবার যোগ্যদের তালিকায় ববিতা সরকার, অবশেষে যোগ দিলেন তার নিজের স্কুলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : আদালতের রায়েই বিধায়ক তথা প্রাক্তন রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারির মেয়ে অঙ্কিতা অধিকারীকে সরিয়ে তার জায়গায় কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাইস্কুলে শিক্ষিকা হয়েছিলেন ববিতা সরকার। যা নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক তোলপাড় হয়েছিল। আবার আদালতের রায়েই বছর দুয়েক আগে ববিতা সরকারের চাকরি যায়। তা নিয়েও রাজ্য শিক্ষা মহলে ব্যাপক শোরগোল হয়। এই অবস্থায় সুপ্রিম রায়ে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার পর এসএসসি জেলা শিক্ষা দপ্তরগুলিতে নট টেন্টেড শিক্ষক-শিক্ষিকাদের যে তালিকা পাঠিয়েছে। তাতেও আবার দেখা গিয়েছে মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাইস্কুলের নট টেন্টেড শিক্ষিকাদের তালিকায় ববিতার নাম রয়েছে। ঘটনার কথা জানাজানি হতে রাজ্য শিক্ষা মহলে ফের শোরগোল শুরু হয়েছে।

কোচবিহারের জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সমর চন্দ্র মন্ডলকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোন মন্তব্য করতে চাননি।বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাইস্কুলের টিআইসি কল্পনা মহন্ত বলেন,‘আমাদের তালিকায় ববিতা সরকারেরও নাম রয়েছে। ওর চাকরি তো আগেই বাদ হয়েছে। তারপরেও কেন ওর নাম এসছে সেটা বুঝতে পারছি না।’বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন। আর এর পরপরই তালিকায় নাম না থাকা সত্ত্বেও তার মেয়ে অঙ্কিতা অধিকারী কোচবিহারের মেকলিগঞ্জের ইন্দিরা গার্লস হাইস্কুলের শিক্ষিকা হয়েছিলেন। যা নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এরপর কোর্টের রায়ে অঙ্কিতাকে সরিয়ে তার জায়গায় ওই স্কুলেই চাকরী পান তালিকায় প্রথম থেকে নামা থাকা ববিতা সরকার। বেশ কয়েকমাস চাকরি করার পর কোর্টের নজরে আসে ববিতার কাগজপত্রেও গন্ডগোল আছে। এরপর আদালতের রায়ে ২০২৩ সাল নাগাদ ববিতারও চাকরী যায়। আর তা নিয়ে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় তোলপাড় পড়ে যায়। প্রশ্ন ওঠে কোর্টের রায়ে অঙ্কিতাকে সরিয়ে সমস্ত কাগজপত্র পরীক্ষা করে যে ববিতার চাকরী হল। তার কাগজপত্রেও কিভাবে ভুল থাকতে পারে? শেষ পর্যন্ত ববিতার জায়গায় পরে অনামিকা নামে আরেক জনের চাকরী হয়। জানা গিয়েছে বর্তমানে তিনি জলপাইগুড়ির রাজগঞ্জে স্কুলে শিক্ষিকার চাকরি করেন। এই অবস্থায় সুপ্রীম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। তার মধ্যে কোচবিহার জেলারও প্রায় ৪৬০-৭০ এর মত শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। যদিও সুপ্রিম কোর্টের পরবর্তী রায় অনুযায়ী নট টেন্টেড শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে চাকরী করতে পারবেন। তাঁরা বেতনও পাবেন। এই পরিস্থিতিতে দুদিন আগে গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও এসএসসির পাঠানো নট টেন্টেড শিক্ষক-শিক্ষিকার তালিকা আসে। অর্থাৎ সুপ্রিম নির্দেশ অনুযায়ী এই শিক্ষক-শিক্ষিকাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে চাকরি করার কথা।

আর এই তালিকাতেই দেখা গিয়েছে আশ্চর্যজনক ভাবে মেকলিগঞ্জের ইন্দিরা গার্লস হাইস্কুলের নট টেন্টেড শিক্ষিকার তালিকায় প্রায় দুই বছর আগে চাকরি চলে যাওয়া ববিতা সরকারের নাম রয়েছে। যা দেখে অবাক হয়ে যান অনেকেই। ববিতা সরকার জানান তিনি জানতেন তিনি যোগ্য, এই ব্যাপারে তিনি প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিলেন। তিনি অবশেষে এদিন ফের যোগ দিলেন স্কুলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *