এবার রাজ্যের ছয় পুলিশ কর্মীকে CBI -র নোটিশ গরু পাচারের ঘটনায়
বেস্ট কলকাতা নিউজ : সিবিআই এবার রাজ্যের ছয় পুলিশ কর্মীকে নোটিশ পাঠালো গরু পাচারকাণ্ডে৷ তাঁদের মধ্যে রয়েছেন এমনকি একজন ডিএসপি পদমর্যাদার অফিসারও৷ তাঁদের নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে চলতি সপ্তাহের শেষেই৷ এঁদের নাম উঠে আসে গরু পাচারকাণ্ডের তদন্তে, তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করতে চায় তাঁদেরকে।
প্রসঙ্গত , ডিসেম্বর মাসে সিবিআই গরু পাচার কাণ্ডের তদন্তে নোটিশ পাঠায় এক ডিআইজি সহ বিএসএফের ৪ অফিসারকে। যে চারজনকে নোটিস পাঠানো হয়েছে তাঁদের মধ্যে একজন ছিলেন ডিআইজি। এছাড়াও ছিলেন ২ জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট এবং একজন ডেপুটি কমান্ড্যান্ট পদমর্যাদার অফিসারও। এর আগে এই মামলায় সিবিআই ইতিমধ্যেই গ্রেফতার করেছে বিএসএফের কমান্ড্যান্ট সতীশ কুমারকে। সম্প্রতি সিবিআই তল্লাশি চালায় গরু পাচারে অন্যতম অভিযুক্ত শাসক দলের নেতা বিনয় মিশ্রের বাড়িতেও। কিন্তু তিনিও দুবাই পাড়ি দিয়েছেন বলেই অভিযোগ উঠেছে।