নতুন বছরে ভারতীয় সেনাবাহিনীর জাতীয় পতাকা উত্তোলন গালওয়ান উপত্যকায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নতুন বছর উপলক্ষে ভারতীয় সেনাবাহিনী জাতীয় পতাকা উত্তোলন করলো লাদাখের গালওয়ান উপত্যকায়। কিছু দিন আগে সংবাদমাধ্যমের একাংশের তরফে দাবি করা হয় চিনা সৈন্যরা এই অঞ্চলে তাদের পতাকা উত্তোলন করেছে বলে। তারপরেই সেনার তরফে এই পদক্ষেপ নেওয়া হয়। এদিকে চিন সরকারও তার মানচিত্রে অরুণাচল প্রদেশের ১৫টি স্থানের নাম পরিবর্তন করার চেষ্টা করে নতুন সীমান্ত আইন বাস্তবায়নের দুই দিন আগে। এদিকে ভারত সরকার জানিয়েছে যে, চিন অরুণাচল প্রদেশের কিছু জায়গার নাম পরিবর্তন করার চেষ্টা করছে “নিজস্ব ভাষায়”। আবার ভারত জোর দিয়ে জানিয়েছে যে ভারতের অবিচ্ছেদ্য অংশ এই সীমান্ত রাজ্যটি।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন যে চিন এই নতুন নাম বরাদ্দ করতে চেয়েছিল ২০১৭ সালের এপ্রিলে।সামরিক ও কূটনৈতিক আলোচনায় কোনও ফল হয়নি ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পরেও। সীমান্তের কিছু অংশে সেনা সরলেও সরেনি সম্পূর্ণ সেনা। শীতের মধ্যেও পূর্ব লাদাখের প্রতিটি দিকে বিশাল বাহিনী পাঠানো ইঙ্গিত দেয় যে এই সংঘাত এখনো থামেনি। ভারত জানিয়েছে যে চিনা একতরফা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি স্থিতাবস্থা পরিবর্তনের জন্য। এই প্রচেষ্টা চালানোর ফলে লঙ্ঘন হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *