এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা করেছিলেন ‘দাগিরাই’ ! প্রকাশিত তালিকা ঘিরে শুরু হল এক তুমুল বিতর্ক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ সংক্রান্ত মামলার জেরে ২০১৬ সালের প্যানেল বাতিল হয় ৷ তারপর থেকেই উত্তাল রাজ্যের শিক্ষামহল । ওই মামলার ভিত্তিতেই গত বছরের এপ্রিল মাসে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান । তবে সম্প্রতি প্রকাশিত একটি তালিকা নতুন করে প্রশ্ন তুলে দিল সেই মামলার যৌক্তিকতা নিয়ে । অভিযোগ, অনেক দাগিদের তালিকায় এমন অনেকের নাম রয়েছে, যাঁরা মামলা করেছিলেন । কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের একটি সম্পূর্ণ তালিকা প্রকাশ করে । তালিকায় এমন বহু নাম রয়েছে, যাঁদের ওএমআর শিটে অসঙ্গতির অভিযোগ রয়েছে এবং যাঁদের ‘দাগি’ হিসেবে চিহ্নিত করেছে তদন্তকারী সংস্থা সিবিআই । এই তালিকা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা ।

চাকরিহারা শিক্ষকদের দাবি, যাঁদের করা মামলার জেরেই পুরো প্যানেল বাতিল হয়েছে, তাঁদের মধ্যেই অনেকের নাম রয়েছে এই ‘দাগি’ তালিকায় । মামলাকারীদের অন্যতম লক্ষ্মী টুঙ্গার নামও সিবিআইয়ের ‘দাগি’ তালিকায় থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে । ফলে প্রশ্ন উঠছে, যাঁরা নিজেরাই বিতর্কিত, তাঁদের মামলার ভিত্তিতে কীভাবে হাজার হাজার যোগ্য শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হতে পারে? যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের নেতা মেহবুব মণ্ডল অভিযোগ করেন, গোটা বিষয়টি শুরু থেকেই একটি পরিকল্পিত ষড়যন্ত্র । তাঁর বক্তব্য, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দোষ ও যোগ্য প্রার্থীদের প্যানেল বাতিল করানো হয়েছে । একদিকে রাজ্য সরকারের দুর্নীতি, অন্যদিকে রাজনৈতিক প্রভাবিত আইনজীবীদের ভূমিকা এই সংকটের জন্য দায়ী ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *