কনটেনমেন্ট জ়োনের সংখ্যা অবশেষে কমল শহর কলকাতায়
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমল শহর কলকাতায়। ৩৯ থেকে কমে দাঁড়ালো ২৩-এ। গতকাল কনটেনমেন্ট জ়োনের নতুন তালিকা প্রকাশিত হয় নবান্ন থেকে। কোরোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমে ৪৮৬ দাঁড়িয়েছে গত ২৪ ঘণ্টায়। কলকাতা পৌরনিগমের কাছে যা কিছুটা হলেও স্বস্তির খবর। নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭০০ ছিল গত কয়েক দিনেই। তবে এখনও সবথেকে বেশি সংক্রমণ ছড়িয়েছে ফ্ল্যাট ও আবাসনগুলিতে। নতুন তালিকাতেও উত্তর কলকাতার বেশ কয়েকটি এলাকা এখনও রয়েছে কনটেনমেন্ট জ়োনের মধ্যে যা উদ্বেগ ক্রমশ বাড়াচ্ছে কলকাতা পৌরনিগমের।
কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম আরো জানিয়েছেন, কোরোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার মূল কারণ যাঁরা হোম আইসোলেসন, পাকা বাড়ি অথবা বহুতল আবাসনগুলিতে রয়েছেন সঠিকভাবে রাজ্য সরকারের বিধি-নিষেধ মানছে না তাঁরা। বহুতলগুলিতে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হোম আইসোলেসনের ক্ষেত্রে ৫০% মানুষ গাইডলাইন সঠিক ভাবে মেনে না চলার কারণেই।