করোনার নতুন স্ট্রেনের জের, নাইট কার্ফু জারি হল কর্নাটকেও
বেস্ট কলকাতা নিউজ : মহারাষ্ট্রের পরে এবার কর্নাটক। মহারাষ্ট্র প্রথমে নাইট কার্ফু জারি করেছিল ব্রিটেনে করোনাভাইরাসের নতুন স্ট্রেন ছড়িয়ে পড়ার পরে। এবার সেই একই পথে হাঁটল কর্নাটকও। বুধবার জানানো হয়েছে, কর্নাটকের প্রতিটি শহরে রাত ১০ টা থেকে সকাল ছ’টা পর্যন্ত কার্ফু জারি থাকবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। মহারাষ্ট্রে অবশ্য নাইট কার্ফুর মেয়াদ কার্যকর করা হয়েছে ৫ জানুয়ারি পর্যন্ত। এদিকে গত শনিবার ব্রিটেনের হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক জানিয়েছেন, বিজ্ঞানীরা এই নতুন প্রজাতির ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন ইংল্যান্ডের দক্ষিণে। ফের সংক্রমণ ছড়াচ্ছে এই নতুন প্রজাতি থেকে এবং আগের থেকেও বেশি তার সংক্রমণ ছাড়ানোর গতি। ব্রিটেনে এই মাসে আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এই কারণে রবিবার থেকে বহু জায়গায় ফের লকডাউনও জারি হয়েছে।