কলকাতায় কাজ করে আনন্দ পেলাম, জানালেন শিলিগুড়ির প্রবীণ বাসিন্দা , শিক্ষক তথা পুরোহিত সুকুমার ভাদুড়ী
শিলিগুড়ি: এবার বালিগঞ্জে দুর্গাপুজো করে আসলেন শিলিগুড়ির পুরোহিত সুকুমার ভাদুড়ী। কেমন হল সেই অভিজ্ঞতা? ভাদুরি বাবু নিজের মুখে জানালেন অসামান্য অভিজ্ঞতা। আমি ভাবতেই পারিনি আমি এই জায়গায় এসে পৌঁছাব। আমার কাছে যখন এই প্রস্তাব আসলো আমি এত আনন্দ পেয়েছিলাম যে বলবার নয়। আমার মনে হয়েছিল, আমি যদি জীবনে কোন কষ্ট করে থাকি পরিশ্রম করে থাকি এই হচ্ছে তার ফলাফল , আমার কাছে জীবনে ঈশ্বরের যা ভূমিকা আছে বলে বুঝিয়ে শেষ করতে পারবো না, জানালেন সুকুমার ভাদুড়ি।

তিনি আরো জানান দুর্গাপূজা তাও আবার কলকাতায়, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। ভাবলাম এত সুন্দর সুযোগ আসলো আমি ঠিকভাবে কাজটা করতে পারব তো ? পরিবারের কাছ থেকে ভরসা পেলাম , তারাও ভরসা দিল। সেই ভাবেই আমি এগিয়ে গেলাম। মা তো সব জায়গায় এক, তবুও বালিগঞ্জে গিয়ে দুর্গা পুজো করা এ এক অসামান্য অভিজ্ঞতা। মাপা যায় না এইসব জিনিস। আমি কি পেলাম আমি জানিনা, হ্যাঁ তবে আমি উদ্যোক্তাদের কাছ থেকে সম্মান পেয়েছি, ভালোবাসা পেয়েছি, বিশ্বাস পেয়েছি। এটাই তো সবচাইতে বড় পাওনা। সুকুমার ভাদুরি এও জানান আমার জীবন তো ঈশ্বরের সেবায় চলে গেল, প্রথম জীবনে শিক্ষক এবং এখনো শিক্ষক আছি আমি, এই দুটো মিলিয়ে আমার জীবন এক অন্য ধারায় চলে গেল। আমি এই ভাবেই চলতে চাই। কলকাতায় পুজো করা, এবং পুজোর সুযোগ পাওয়া একটা বাড়তি পাওনা আমার কাছে। যেটা আমি কোনদিন কাউকে বোঝাতে পারবো না। সময়ের সাথে সাথে আমি হয়তো আরো সুযোগ পাবো, তবে এবারের দুর্গাপুজো তাও আবার বালিগঞ্জে এক অসাধারণ অভিজ্ঞতা। এমনটাই জানালেন সুকুমার ভাদুড়ী।

