কলকাতায় সবচেয়ে কম খরচে থাকা যায় ভারতের মেট্রো শহরগুলির মধ্যে, দেশের সবচেয়ে ব্যয়বহুল শহর একমাত্র মুম্বই
বেস্ট কলকাতা নিউজ : ভারতে বড় শহরগুলির মধে সবচেয় কম টাকায় থাকা খাওয়া করা যায় কলকাতায়। বাড়ি ভাড়া থেকে খাওয়ার খরচ সব ক্ষেত্রেই বাজেটের বন্ধু তিলোত্তমা। আর এক্ষেত্রে সবচেয়ে ব্যয় বহুল শহর হচ্ছে মুম্বই। একটি আন্তর্জাতিক সমীক্ষায় এই তথ্য উঠে এল।মুম্বইয়ের পরেই রয়েছে ব্যয়বহুল শহরের নিরিখে রয়েছে নয়াদিল্লি ও বেঙ্গালুরু।ওই বেসরকারি সংস্থার করা কস্ট অফ লিভিং সার্ভে বা দৈনন্দিন জীবনধারণের খরচের সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে বুধবার। এছাড়া অন্য যে শহরগুলিকে সমীক্ষার মধ্যে ধরা হয়েছিল সেগুলি হল, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা ও পুনে। এগুলিতে থাকার খরচ মুম্বইয়ের থেকে প্রায় ৫০ শতাংশ কম বা অর্ধেক।
সমীক্ষাতে উঠে এসেছে এই সব শহরগুলির মধ্য কলকাতাতে থাকার খরচ সবচেয়ে কম। ওই সমীক্ষাতে ২২৭টি শহরকে ধরা হয়েছে। সেখানে দেখা গিয়েছে এশিয়াতে শীর্ষে থাকা মুম্বই ও দিল্লি ৩৫টি শহরের মধ্যে রয়েছে। অবশ্য ২০২২ সালের সমীক্ষায় মুম্বই এশিয়াতে ২৭তম স্থানে ছিল।এই সমীক্ষার জন্য ২০০টি আইটেম বা বিষয়কে ধরা হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হল, বাড়ি, পরিবহণ বা গাড়ি ভাড়া, খাবারের খরচ, পোশাকের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ও বিনোদনের খরচ। তাতে দেখা যাচ্ছে ঘর ভাড়ার খরচ ব্যাপকহারে বেড়েছে। এখানেও সবচেয়ে বেশি বেড়েছে মুম্বইয়ে। গত বছরের চেয়ে ১৩-১৫ শতাংশ বেড়েছে। সেই তুলনায় বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুনে, চেন্নাইয়ে ঘরভাড়ার খরচ বেড়েছে ৫ থেকে ৭ শতাংশ। যদিও হায়দরাবাদ, কলকাতায় ঘর ভাড়ার খরচ বেড়েছে সাধারণভা্বে। যা প্রায় ২-৩ শতাংশ বেড়েছে।