রাহুল গান্ধী নেই, কমিশনের ‘ছদ্ম ভোট’ নির্বাচন ‘ফাঁকা’ ওয়ানাড় লোকসভা কেন্দ্রে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গত মার্চে সুরাটের এক দায়রা আদালত এক ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত করেছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। তাঁকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। যার জেরে সাংসদ হিসেবে অযোগ্য বলে ঘোষণা করা হয় তাঁকে। ফলে, কেরলের ওয়ানাড় লোকসভা কেন্দ্রটি এই মুহূর্তে সাংসদহীন। তাঁকে দোষী সাব্যস্ত করার রায়কে, গুজরাট হাইকোর্টে চ্য়ালেঞ্জ জানিয়েছেন রাহুল গান্ধী। মামলাটি এই মুহূর্তে বিচারাধীন বলে, এই কেন্দ্রে উপনির্বাচন করাও সম্ভব নয়। কিন্তু, এই ওয়ানাড়েই সম্প্রতি মক পোল বা ছদ্ম ভোট হয়ে গেল। কিন্তু কেন? নির্বাচন কমিশনের এক কর্তা জানিয়েছেন, শুধু ওয়ানাড় নয়, কেরলের সমস্ত নির্বাচনী এলাকা-সহ, পর্যায়ক্রমে গোটা ভারতব্যাপীই এই ছদ্ম নির্বাচন অনুষ্ঠিত হবে। আসলে ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং চলতি বছরের শেষে যে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন হবে, তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যায়ক্রমে সারা দেশে ইভিএম এবং ভিভিপ্যাট যন্ত্রগুলির “প্রাথমিক স্তরের পরীক্ষা” শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার, ওয়ানাড়ে এই ছদ্ম ভোট হয়। এই বিষয়ে কমিশন বলেছে, ইভিএম এবং ভিভিপ্যাটের প্রথম স্তরের পরীক্ষা হিসেবেই ছদ্ম ভোটের আয়োজন করা হয়। ওই কর্তা বলেছেন, “এই ধরনের অনুশীলনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ক্যালেন্ডার প্রকাশ করা হয়। ছদ্ম ভোটের আয়োজনের সময় কী কী করতে হবে, সেই নির্দেশাবলী ক্যালেন্ডারেই দেওয়া থাকে। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারদের সেই নির্দেশ অনুসরণ করতে হয়।” তিনি আরও জানিয়েছেন, বছরের শেষেই রাজস্থান, মিজোরাম, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং মধ্য প্রদেশের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তাই এই রাজ্যগুলিতে আগে ইভিএম এবং ভিভিপ্যাট পরীক্ষা করা হবে। এর পাশাপাশি ওয়ানাড় (কেরল), পুনে এবং চন্দ্রপুর (মহারাষ্ট্র), গাজিপুর (উত্তর প্রদেশ) এবং আম্বালা (হরিয়ানা) লোকসভা আসনগুলিও খালি রয়েছে,উপনির্বাচন হওয়ার কথা সেখানেও। ইভিএম এবং ভিভিপ্যাটের ‘ফার্স্ট লেভেল চেক’ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *