কাউন্সিলরদের নিয়ে সর্বদলীয় বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : মেয়র গৌতম দেব সব কাউন্সিলরদের নিয়ে শিলিগুড়ি পুরোসভাতে সর্বদলীয় বৈঠক করলেন। মেয়র এদিন জানান প্রত্যেক কাউন্সিলরকে আলাদা আলাদাভাবে দায়িত্ব নিতে হবে । সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করে যেতে হবে। আমাদের মানুষকে প্রমাণ করে দেখাতে হবে যে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সৈনিক। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মানুষের জন্য চিন্তা করেন। গোটা বাংলা জুড়ে তাই তার বিভিন্ন প্রকল্প গুলি আজ চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের কাছে এবং মানুষের পাশে থাকার প্রকল্প একটা আলাদা দৃষ্টি এবং বার্তা বহন করে। এমনকি শিলিগুড়িতেও একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে কাজগুলি চলবে। তাই আজকে কাউন্সিলারদের সবাইকে বৈঠকে ডেকে সবটাই জানিয়ে দেওয়া হলো।


