কাক ভোরে শ্রীনগর বিমানবন্দরের কাছে এক ভয়াবহ বিস্ফোরণ, চরম আতঙ্ক ছড়ালো পঞ্জাবেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অপারেশন সিঁদুরের পর ৪ দিন ধরে চলছে পাকিস্তানের হামলা ৷ ভারতও লাগাতার ব্যর্থ করে চলেছে প্রতিটি হামলা ৷ গত 24 ঘণ্টায় উরি, রাজৌরি-সহ আরএস পুরায় মোট ছ’জনের মৃত্যু হয়েছে ৷ তার মধ্যে একজন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার ৷ এরইমাঝে শনিবার ভোরে ফের শ্রীনগরের বিমানবন্দর-সহ একাধিক জায়গায় ড্রোন হামলা ও বিস্ফোরণ ঘটায় পাকিস্তান ৷ পাশাপাশি, পঞ্জাবের জলন্ধরে প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র)-ও এসে পড়ে ৷

শ্রীনগরের পাশপাশি, ভোর রাত থেকে জম্মুতেও ‘হেভি শেলিং’ শুরু হয়। বিস্ফোরণের শব্দ পৌঁছয় রাজৌরি এবং পুঞ্চ এলাকাতেও। গোলার আঘাতে আহত হয়েছেন অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িও। গতকাল রাতে শ্রীনগরের বিমানবন্দর-সহ বেশ কয়েকটি জায়গায় পাকিস্তান ড্রোন হামলা চালায় ৷ যদিও তা ব্যর্থ করে ভারতীয় সেনা বাহিনী ৷ এরপরই শহরে সাইরেন বেজে ওঠে। উপত্যকার বেশিরভাগ অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ৷ এদিন ভোর সাড়ে 4টাে নাগাদ জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মু এবং উধমপুরের ডিব্বের এলাকাতেও।

অন্য়দিকে, পঞ্জাব প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতের মধ্যেই ভোরে জলন্ধর জেলার কাঙ্গানিওয়াল গ্রামে একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র উড়ে এসে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনায় আহত হয়েছেন গ্রামের এক শ্রমিক ৷ পাশাপাশি এলাকার কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ।

স্থানীয় এক মহিলা বলেন, “আমি জানালার কাছে দাঁড়িয়ে ছিলাম ৷ রাত ১ .৩০ টা নাগাদ দেখলাম একটি বাড়ির জলের ট্যাঙ্কে কিছু একটা জিনিস আঘাত করে ৷ যার ফলে 4-5টি বাড়ির কাঁচ ভেঙে যায় ৷” সুরজিত কৌর নামের এক ব্যক্তি বলেন, “আকাশে লাল রঙের আলো জ্বলে ওঠে এবং তারপর বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা ৷” প্রশাসনের অনুমান, পাকিস্তান সেনাবাহিনীর তরফে ওই প্রজেক্টাইল ছোড়া হয়েছে ৷ সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *