কেদারনাথ যাত্রার এক অভিনব উপায়ে জলপাইগুড়ির দুই যুবকের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : স্কেটিং করে জলপাইগুড়ি থেকে কেদারনাথে যাচ্ছেন দুই যুবক।এর আগে পায়ে হেঁটে, অনেককে আবার সাইকেল নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে যেতে দেখা গিয়েছে।তবে এবারে রোদ মাথায় নিয়েই স্কেটিং করে কেদারনাথে ছুটছেন জলপাইগুড়ির দুই বন্ধু।একজন জলপাইগুড়ির চাউলহাটির বাসিন্দা আশীস সমাদ্দার, অন্যজন ৭৩ মোড়ের পূর্ব কুমারপাড়ার বাসিন্দা জগন্নাথ রায়। তীব্র গরমকে উপেক্ষা করে জাতীয় সড়ক ধরে কেদারনাথের পথে ছুটে চলেছেন তারা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ স্কেটিং শু পড়ে জলপাইগুড়ি থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেন দুই যুবক।এরপর রাজগঞ্জে এসে পৌছান। তারা জানিয়েছেন এইভাবে অনেকদিন আগের থেকেই তাদের ইচ্ছে ছিল যাবার। কিন্তুু তারা পারেন নি। অবশেষে আজকে তারা সফল হলেন।এইভাবে যেতে গিয়ে। তারা আরো জানালেন স্বেটিং করে যেতে তারা পছন্দের মধ্যে রাখেন।তাই তারা যাত্রা করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *