কো-উইনে নাম নথিভুক্তির কোনো প্রয়োজন নেই বুস্টার ডোজের ক্ষেত্রে, টিকা মিলবে টিকাকেন্দ্রে গেলেই
বেস্ট কলকাতা নিউজ : দেশজুড়ে ১৫-১৮ বছর বয়সীদের টিকা কর্মসূচি শুরু হয়েছে গত ৩ জানুয়ারি থেকে। আর দেশজুড়ে বুস্টার টিকাকরণ শুরু হবে আগামী ১০ জানুয়ারি থেকে । তবে নতুন করে ওয়েবসাইটে নাম নথিভুক্তকরণের দরকার নেই বুস্টার টিকা নেওয়ার জন্য । যোগ্য প্রাপকরা টিকা পাবেন সরাসরি টিকাকেন্দ্রে গেলেই। এমনটাই জানা গেছে এক দৈনিক সংবাদ মাধ্যমের খবরে। কেন্দ্র মূলত স্বাস্থ্যসেবা কর্মী, প্রথম সারির কর্মী এবং কোমর্বিডিটি সহ ষাটোর্ধ্ব ব্যক্তিদের প্রথম বুস্টার টিকা দেওয়ার কথা ঘোষণা করেছিল দিন কয়েক আগে। আগামী১০ জানুয়ারি থেকে দেশে শুরু হতে চলেছে বুস্টার টিকাকরণ। তবে নতুন করে ওয়েবসাইটে নাম নথিভুক্তকরণের দরকার নেই বুস্টার টিকা নেওয়ার জন্য । সরাসরি টিকাকেন্দ্রে গেলেই টিকা পাবেন যোগ্য প্রাপকরা। শনিবার সন্ধ্যা থেকে দেশ জুড়ে বুস্টার টিকার জন্য অনলাইন বুকিং শুরু হবে। সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করে টিকা দেওয়া ১০ জানুয়ারি থেকে শুরু হবে।