গান্ধী মূর্তি থেকে মেট্রো চ্যানেল, ধরনা করেই মুখ্যমন্ত্রী অতিক্রম করেছেন রাজনৈতিক প্রতিকূলতা
বেস্ট কলকাতা নিউজ : বিরোধী নেত্রী থাকাকালীন বারবার রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । এমনকী অনশন আন্দোলনও করতে দেখা গিয়েছে তাঁকে।২০১১ সালে ক্ষমতায় আসেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পরও তাঁর রাজনীতির ধরনে তেমন পরিবর্তন হয়নি বলেই মনে করে রাজনৈতিক মহলের একাংশ। বিগত প্রায় ১২ বছরে বেশ কয়েকবার পথে নেমে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে তাঁকে।
এমনকী ধরনায় বসতেও দ্বিধাবোধ করেননি তিনি। দলের বিধায়কদের গ্রেফতারির খবর পেয়ে সোজা গোয়েন্দা সংস্থার অফিসে ছু়টে যেতেও দেখা গিয়েছিল মমতাকে।এবার ফের মুখ্যমন্ত্রীকে পথে বসতে দেখা যাবে। তিনি ঘোষণা করেছেন ২৯ ও ৩০ মার্চ কলকাতায় আম্বেদকরের মূর্তির সামনে ধরনায় বসবেন তিনি।
মদন মিত্রের গ্রেফতারির পর : ২০১৪ সালে সারদা মামলায় প্রথমবার মমতা সরকারের কোনও মন্ত্রীকে গ্রেফতার করা হয়। ডিসেম্বর মাসে তৎকালীন পরিবহন মন্ত্রী মদন মিত্র গ্রেফতার হওয়ার পর আকাশবাণী ভবনের কাছে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে এক প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন মমতা।
রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার পর : তখন ২০১৯ সাল। তখন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন আইপিএস রাজীব কুমার। চিটফান্ড-কাণ্ডে নাম জড়ানোয় আচমকা তাঁর বাসভবনে হানা দেয় সিবিআই। সেই ঘটনার বিরোধিতা করে মেট্রো চ্যানেলে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা।তাঁর পাশে বসতে দেখা গিয়েছিল রাজীব কুমারকেও। রাতারাতি মেট্রো চ্যানেলে মঞ্চ বাঁধা হয়। সেখানেই ধরনায় বসেছিলেন মমতা। কেন্দ্রের বিরুদ্ধেই সরব হয়েছিলেন তিনি। তিনদিনের মাথায় ধরনা প্রত্যাহার করেন।
বিধানসভা ভোট চলাকালীন একাই অবস্থানে বসেন মমতা
২০২১ সালেও ধরনায় বসেছিলেন মমতা। রাজ্যে তখন বিধানসভা নির্বাচন চলছে। বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, এই অভিযোগকে সামনে রেখে অবস্থানে বসতে চেয়েছিলেন তিনি।কমিশনের অনুমতি না মিললেও একাই গান্ধীমূর্তির পাদদেশে বসে যান মুখ্যমন্ত্রী। হুইল চেয়ারে বসে তুলি-ক্যানভাস বের করে ছবি আঁকতে শুরু করেছিলেন তিনি।কার্যত নীরবে প্রতিবাদ জানান ঘণ্টা তিনেক ধরে।
সিএএ-র বিরুদ্ধে ধরনা : সিএএ কার্যকর হতে দেবেন না বলে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। বিভিন্ন সময়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি। ২০২০ সালের ১১ জানুয়ারি ধরনায় বসেছিলেন তিনি। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়েই প্রতিবাদ জানান সেই সময়।
আর এবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। ২৯ মার্চ দুপুর ১২টায় কলকাতায় আম্বেদকর মূর্তির সামনে মুখ্যমন্ত্রী হিসেবে ধরনায় বসবেন মমতা। ৩০ তারিখও সন্ধ্যা ৭টা পর্যন্ত ধরনা চলবে। তারপর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি।