চাকরিতে আপাতত থাকতে পারবেন ২০১৬ এসএলএসটিতে নিয়োগ পাওয়া যোগ্য শিক্ষকরা, সবুজ সংকেত এলো বিকাশ ভবন থেকে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে বিকাশ ভবন থেকে এল সবুজ সংকেত। সুপ্রিম কোর্টের বর্ধিত সময়সীমার ফলে বর্তমান চাকরিতেই এখন থেকে যেতে পারবেন ২০১৬ এসএলএসটিতে নিয়োগ পাওয়া শিক্ষকরা। ৩১ আগস্ট পর্যন্ত নতুন নিয়োগ সময়সীমা বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত। ফলে ওইসময় পর্যন্তই কাজ চালিয়ে যেতে পারবেন চাকরি বাতিলের আওতায় থাকা যোগ্য শিক্ষকরা। তবে, ২০১৬ এসএলএসটি’র আগে যাঁরা সরকারি চাকরি করতেন, তাঁদের ক্ষেত্রেও কার্যকর হবে এই নির্দেশ। সোমবার সেই নির্দেশই দিয়েছে বিকাশ ভবন।

আদালত সময়সীমা বৃদ্ধির পরে বহু শিক্ষক আবেদন জানাচ্ছিলেন, যাতে পূর্বের চাকরিতে ফিরে যাওয়ার আগে তাঁদের ৩১ আগস্ট পর্যন্ত বর্তমান চাকরিতেই থাকতে দেওয়া হয়। অনেকের ক্ষেত্রেই আগের কর্মস্থল অনেকটাই দূরে। শুধু তাই নয়, তাঁদের বেতনেও বিস্তর ফারাক। তবে, সুপ্রিম কোর্টের নির্দেশেই তাঁরা বর্তমান চাকরি ছেড়ে আগের চাকরিতে ফিরে গিয়েছিলেন বা ফিরতে চলেছিলেন। তাঁরা এবার আটমাসের ছাড় পেলেন। বিকাশ ভবন এবং এই নিয়ে বেশ সহানুভূতিশীল ছিল। তবে, বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নিতে ল সেকশনে সেটি পাঠানো হয়েছিল। সেখান থেকেই সবুজ সংকেত মেলায় এদিন সেই ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ ভবন।

