রাজ্য সরকার কমিটি গড়ল নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী পালনের জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ২০২১ সালের ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। রাজ্য সরকার আগামী বছরজুড়ে নানা অনুষ্ঠানের পরিকল্পনা করেছে নেতাজিকে সম্মান জানাতে। এমনকি রাজ্য সরকার একটি কমিটিও গঠন করেছে নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী পালনের লক্ষ্যে। সেই কমিটিরই চেরাপার্সন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এছাড়াও এই কমিটিতে রয়েছেন দুই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকার আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে বছরভর নানা অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতে। নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী পালনে গড়া কমিটিতে অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন সুগত বসু, শঙ্খ ঘোষ, যোগেন চৌধুরী, জয় গোস্বামী, সুবোধ সরকার-সহ বিশিষ্ট জনেরা। এই কমিটিতে রাখা হয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরও।বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী পালনে কমিটি গড়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই কমিটির চেয়ারপার্সনের দায়িত্ব পালন করবেন মুখ্যমন্ত্রী নিজেই ৷

এপ্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘ এই উদ্যোগ সর্বপ্রথম নিলাম আমরাই। আশা করি, এরপর বাকি রাজ্য সরকারগুলিও তৎপরতা নেবে নেতাজিকে সম্মান জানাতে। এমনকি বর্ষব্যাপী অনুষ্ঠান পালন করা হবে ২০২১-এর ২৩ জানুয়ারি থেকেও। গাইডলাইন ঠিক করে দেব এমনকি স্কুল, কলেজ, ক্লাবগুলিকেও। একটা মিটিং করে নেব ডিসেম্বরে।এই পরিকল্পনা করেছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *