চাপ কমাতে কলকাতায় জোড়া উড়ালপুল এর পরিকল্পনা রাজ্য সরকারের
বেস্ট কলকাতা নিউজ : বাড়তি গাড়ির চাপ। আর এর জেরে দক্ষিণ কলকাতায় প্রায়ই তৈরি হচ্ছে যানজট। গতি ক্রমশ কমছে শহরের। এই অবস্থা থেকে শহরবাসীকে মুক্তি দিতে দুটি উড়ালপুল তৈরির পরিকল্পনা নিল রাজ্য সরকার। ইতিমধ্যে ডাকা হয়েছে টেন্ডার। নির্মাণকারী সংস্থাগুলিকে সরেজমিনে পুরো এলাকা খতিয়ে দেখে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, বালিগঞ্জ ফাঁড়ি থেকে আলিপুর পর্যন্ত তৈরি হবে একটি উড়ালপুল। অন্যটি টালিগঞ্জ থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত। এই সেতুটি টালি নালার উপর দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেতু নির্মাণকারী সংস্থাগুলিকে এক মাসের মধ্যে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবে রাজ্য।পূর্ত দপ্তর সূত্রে খবর, ওয়ার্ক অর্ডার পাওয়ার পর দু’বছরের মধ্যে কাজ সম্পূর্ণ ভাবে শেষ করতে হবে। সরকারের বর্তমান নীতি অনুযায়ী, নির্মাণকারী সংস্থাকেই নিতে হবে রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব।