জলপাইগুড়ির দেবনগরে রেশন ডিলারের চাল চুরির অভিযোগ, বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা
জলপাইগুড়ি : জলপাইগুড়ির দেব নগরে রেশনে সিদ্ধ চালের বদলে দেওয়া হচ্ছে আতপ চাল। এই অভিযোগে এলাকার বাসিন্দারা আটকে রাখলেন রেশন দোকানের চাল এবং আটা। এলাকার বাসিন্দারা জানান রেশন ডিলার নিজেই চাল বদল করেন। আটা কম দেন , তারা এও জানান দিনের পর দিন এই কাজ করে আসছিল ওই মহিলা বেসন ডিলার। সবকিছু তারা চোখের সামনে দেখেও কিছু বলতে চান নি। অবশেষে আর থাকতে না পেরে এদিন তারা ওই রেশন ডিলারকে চাল এবং আটা সমেত আটকে রাখেন।

তারা আরও জানিয়েছেন বারবার বলে দিলেও তিনি কিছুই করেননি। উল্টে তাদের জানিয়েছেন এই অবস্থার জন্য তিনি কোনো ভাবেই দায়ী নন। যা দেওয়া হচ্ছে তিনি তাই দিচ্ছেন, এদিকে এলাকার মানুষ খোঁজখবর নিয়ে দেখে রেশন ডিলার মিথ্যা কথা বলছেন । অবশেষে ক্ষুব্ধ হয়ে তারা রেশন ডিলারকে আটকে রাখেন জিনিসপত্র সমেত। ছুটে আসেন এলাকার কাউন্সিলর। তিনি সবকিছু শুনে খাদ্য সরবরাহ দপ্তর এর লোকেদের ডাকেন।
ওই মহিলা রেশন ডিলারের বিরুদ্ধে আরো অভিযোগ দীর্ঘদিন ধরে তার কাজকর্ম মানুষের কাছে সন্দেহজনক হয়ে যাচ্ছিল। এলাকার বাসিন্দারা এসে এসে ঘুরে যেতেন। নির্দিষ্ট করে কোন জায়গা ছিল না রেশন দোকানের । ” দুয়ারে রেশন” হওয়ার পরেও কোন সূরাহা হয়নি বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তারা এ ও জানান তাদের সাথে ভালো ব্যবহার করেন না ওই মহিলা রেশন ডিলার। দিনের পর দিন এইভাবে রেশন ব্যবসা করে প্রচুর টাকা তৈরি করেছে সে। এলাকার বাসিন্দারা বলেন ওই মহিলা এবং তার স্বামী দুজনে এই চক্রান্তে জড়িত। দিনের পর দিন ধরে তারা এ কাজ করে আসছিল। অবশেষে এদিন এলাকার বাসিন্দারা একজোট হয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। যদিও মহিলা এবং তার স্বামী এই বিষয় কিছু বলতে পারেনি।