তিনি ১৮ দিন এখানেই লুকিয়েছিলেন ভগৎ সিংকে সঙ্গে নিয়ে, বটুকেশ্বর দত্তের এই গ্রাম আজও আঁকড়ে রয়েছে সোনালী সেই স্মৃতি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম এক পথিকৃত ছিলেন বিপ্লবী বটুকেশ্বর দত্ত । ভারতের মুক্তিযোদ্ধা ভগৎ সিংয়ের সহকারী বটুকেশ্বর দত্ত ১৯১০ সালের ১৮ নভেম্বর অধুনা পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দেশের স্বাধীনতার জন্যে বিপ্লবী বটুকেশ্বর দত্তের আবদান কখনই ভুলতে চান না এমনকি ওঁয়াড়ি গ্রামের বাসিন্দারাও । তাই তাঁরা ওঁয়াড়ি গ্রামে বহুকাল ধরে আগলে রেখেছেন বিপ্লবীর পৈতৃক ভিটে ও বসতবাড়ি। এমনকী ওঁয়াড়ি গ্রাম নিবাসী বিপ্লবীর গুণমুগ্ধরা মিলে গঠন করেছেন ‘বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ’ কমিটিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *