জলপাইগুড়ির নয়া বস্তির বাড়ি, এখানেই জন্মেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া
জলপাইগুড়ি : ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশের এই প্রবাদ-প্রতিম ব্যক্তিত্ব জন্মেছিলেন জলপাইগুড়িতে। হ্যাঁ ঠিকই শুনেছেন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। এদিন তার মৃত্যুর খবর আসার পর থেকেই জলপাইগুড়ির এই নয়া বস্তির বাড়িতে ভিড় করেন বহু সাধারণ মানুষজন। এদিন এক স্থানীয় বাসিন্দা জানান উনি যে সময় জন্মেছিলেন সেই সময়কার মানুষ খুব কমই আছেন, যারা বেঁচে আছেন তারা হয়তো এখানে থাকেন না। ছেলেমেয়েদের সাথে বাইরে থাকেন, কাজে ওনার সম্পর্কে জানার মতন মানুষ খুব কমই আছে। এমনকি এই খবর আসার পর থেকেই খালেদা জিয়ার ওই নয় বস্তির বাড়ির বাইরে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ । দুঃখ প্রকাশ করা ছাড়াও এদিন অনেকেরই আগ্রহ ছিল এই বাড়ি দেখবার জন্য। অনেকে আবার জানান আমরা ভাবতেই পারিনা উনার জন্ম এখানে। আজ এই খবরটা আসার পরেই এখানে চলে আসলাম।


