ঘোজাডাঙা সীমান্ত বন্ধ বিএসএফের তল্লাশিতে, ব্যাপক ক্ষতির মুখে কয়েক কোটি টাকারপণ্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ঘোজাডাঙা সীমান্ত বন্ধ হল বিএসএফের অতি সক্রিয়তায়৷ থমকে গেলো এমনকি ভারত-বাংলাদেশের মধ্যেকার বাণিজ্য৷ কয়েক কোটি টাকার পণ্য নষ্ট হওয়ার মুখে প্রবল বৃষ্টিতে সার বেঁধে ট্রাক দাঁড়িয়ে থাকায়৷ ঘোজাডাঙা সীমান্ত থেকে কোনও পণ্যবাহী ট্রাক চলাচল করতে পারছে না মঙ্গলবার সকাল থেকে৷ যার ফলে সীমান্তে দাঁড়িয়ে রয়েছে সারি সারি পণ্যবাহী ট্রাক৷ আশঙ্কা প্রকাশ করে ব্যবসায়ীরা এও জানিয়েছেন, পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলে ক্ষতি হতে পারে কয়েক কোটি টাকা৷

কেন থমকে সীমান্ত বাণিজ্য, সদুত্তর পাওয়া যায়নি এর কোনও৷ মুখে কুলুপ এঁটেছেন ঘোজাডাঙা ব্যবসায়ী আমদানি-রফতানি সংস্থা, শুল্ক দফতর, সীমান্তের আধিকারিকরা৷ তবে সকাল থেকে ঘোজাডাঙা সীমান্তে লক্ষ্য করা গিয়েছে বিএসএফের তৎপরতা৷ স্থানীয়রা জানিয়েছেন, অন্যদিনের তুলনায় এদিন যথেষ্ট বেশি জওয়ানদের নজরদারি ও তল্লাশি ৷

জানা গিয়েছে, এদিন সকালে সীমান্ত বাণিজ্য চালু হওয়ার কথা ছিল নির্ধারিত সময়ে৷ কিন্তু বেলা গড়ালেও বাংলাদেশ ঢুকতে পারেনি একটি ট্রাকও ৷ অন্যদিকে কোনও আমদানি পণ্যবাহী ট্রাক এদেশে ঢোকেনি ওপার বাংলা থেকে ৷ ফলে থমকে গিয়েছে সীমান্ত বাণিজ্য৷ চালকরা ট্রাক নিয়ে সীমান্তে দাঁড়িয়ে আছেন৷ কেন বন্ধ সীমান্ত বাণিজ্য সে ব্যাপারে কিছু জানেন না তাঁরাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *