জলের অপচয় বন্ধ করতে সাধারণ মানুষ সামিল হলেন মিছিলে
বেস্ট কলকাতা নিউজ : জলের অপচয় বন্ধ করতে এবং এ বিষয়ে জন সমাজকে সচেতন করে তুলতে স্বতঃস্ফূর্তভাবে অসংখ্য সাধারণ মানুষ পা মেলালেন রায়গঞ্জের রাস্তায়। গোটা বিশ্বের সাথে যেখানে দেশ জুড়ে দেখা দিয়েছে তীব্র পানীয় জলের সঙ্কট । সেখানে পিছিয়ে নেই আমাদের এই রাজ্যও। সচেতন হতে হবে অনেক আগে থেকেই, নাহলে আমরা চরম বিপদের সম্মুখীন হব ।তাই জলের অপচয় বন্ধ করতে বিভিন্ন জন সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে।ইতিমধ্যে রাজ্য সরকার গ্রহণ করেছে‘ জল ধরো, জল ভরো ‘ প্রকল্প । মানুষকে সচেতন করতে দেশ জুড়ে শুরু হয়েছে প্রচার অভিযান। উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও এদিন সচেতনতামূলক পদযাত্রায় পা মেলালেন আবালবৃদ্ধবনিতা সকলে।
রবিবার বিকেল ছটায় রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত ‘সেভ ওয়াটার’ ফেস্টুন সমেত শহর পরিক্রমা করে একটি বিরাট মিছিল। ‘চাইলে জীবন, বাঁচান জল’, ‘আর নয় অপচয়, করব এবার জলসঞ্চয়’ এইরকম শ্লোগান উঠে আসে এই পদযাত্রা থেকে। রায়গঞ্জের জনসাধারণের কাছে জলের অপচয় বন্ধ করতে আহবান জানানো হয় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার। মিছিলের পুরোভাগেহেঁটেছেন দেবেশকান্তি চক্রবর্তী, শুভ্রশঙ্কর নাগ, ভাস্কর ভট্টাচার্য, পাপিয়া চক্রবর্তী, সৈকত ভট্টাচার্য প্রমুখেরা ।