জামিন নাকচ হল আসানসোল প্রতারণা কাণ্ডে আটক তহসিনের , ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠালো আদালত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আসানসোলের প্রতারণাকন্ডে ধৃত তহসিন আহমেদের জামিন নাকচ করল আসানসোল আদালত। তাকে ১০ দিনের জন্য পুলিশে হেফাজতে পাঠানো হল। অবশেষে তহসিন আহমেদকে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে চন্দ্রচূড় মন্দিরের কাছ থেকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। তার কাছে প্রায় ৫০০ গ্রামের মতো সোনার গয়না পাওয়া গিয়েছিল।

শেষমেশ তাকে আসানসোল আদালতে তোলা হয়। আসানসোল উত্তর থানার পুলিশ ১৪ দিনের পুলিশি হেফাজতের জন্য আদালতের কাছে আবেদনও করেছিল। পাশাপাশি, তহসিন আহমেদের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের জন্য আবেদন করেন। জামিনের আবেদন নাকচ করে আসানসোল আদালত দশ দিনের পুলিশে হেফাজতে পাঠায় তহসিনকে।

প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার প্রতারণা করার অভিযোগ উঠেছে তাহসিন আহমেদের বিরুদ্ধে। যদিও আদালতে তহসিন আহমেদের আইনজীবী সৈয়দ ফারুক রেহান বলেন, “একজন মাত্র অভিযোগ দায়ের করেছে আসানসোল উত্তর থানায়। তিনি ৫৫ লক্ষ টাকা প্রতারণার দাবি করেছেন। যদিও তার মধ্যে দশ লক্ষ টাকা তাঁকে ফেরত দেওয়া হয়েছে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে। আরও ১০ লক্ষ টাকা তিনি নগদ নিয়ে গিয়েছেন। অর্থাৎ, প্রায় ৫০ শতাংশ টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। বাকি যে প্রতারণা অঙ্কের কথা বলা হচ্ছে সেই অভিযোগ এখনও পর্যন্ত কেউ করেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *