‘উস্কানিমূলক’ মহিলার পোশাক! কেরলের আদালত চরম বিতর্কে জড়ালো যৌন নিগ্রহের অভিযুক্তকে জামিন দিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : যৌন উস্কানিমূলক মহিলার পোশাকআশাক । তাই কোনও সারবত্তা নেই যৌন নিগ্রহের অভিযোগেরও । কেরলের আদালত চরম বিতর্কে জড়ালো এক লেখক তথা সমাজকর্মীকে আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। বিচারক খোদ নির্যাতিতাকেই কাঠগড়ায় তুলেছেন যৌন নিগ্রহ মামলায় । কোঝিকোড়ের ওই নিম্ন আদালতের আরো পর্যবেক্ষণ, যৌন নিগ্রহের মামলা কোনওভাবেই হয় না ৩৫৪ এ ধারায় , কারণ মহিলা পরেছিলেন যৌন উস্কানিমূলক পোশাকআশাক।

আদালতে আগাম জামিনের আবেদন করেন সিভিক চন্দ্রণ নামে ওই সমাজকর্মী। সেই সঙ্গে জমা দেন অভিযোদকারিণীর কিছু ছবি। ১২ অগস্ট মঞ্জুর করা হয় তাঁর জামিনের আবেদন। এর আগে তিনি যৌন নিগ্রহ মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন ২ অগস্ট । মহিলার ছবি নিয়ে আদালতের আরো মন্তব্য, এটা প্রমাণিত যে যৌন উস্কানিমূলক ছিল অভিযোগকারী মহিলার পোশাক । তাই ৩৫৪এ ধারায় প্রাথমিক ভাবে পদক্ষেপ করা যাবে না অভিযুক্তের বিরুদ্ধে।

আদালতের আরও পর্যবেক্ষণ, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় বর্ণিত অনুযায়ী, অভিযুক্তের কোনও কারণ নিশ্চয়ই থাকবে কোনও মহিলার সম্মান নষ্টের পিছনে। ধারা অনুযায়ী, আগে থাকতে হবে কোনও শরীরী স্পর্শ, বা যৌন আবেদনমূলক কোনও পদক্ষেপ। এমনকি থাকতে পারে যৌনতার হাতছানিও, এমন আবেদনও করা হতে পারে। কোনও ভাবে যৌন উত্তেজক মন্তব্য থাকতে হবে।

চন্দ্রণের পাল্টা দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন ওই মহিলা। এই এপ্রিলে একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেছেন, অভিযোগকারিণী এসেছিলেন তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে। আরও অনেকে সেখানে ছিল। কিন্তু কেউ-ই কোনও অভিযোগ করেননি চন্দ্রণের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *