পুজো এলেই বৃদ্ধাশ্রমে ফিরে আসে পুরাতন স্মৃতি, নিজেদের আনন্দেই এখনো বিভোর থাকেন আবাসিকরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : যখন আকাশে পেঁজা তুলোর মতো মেঘের সমাবেশ।কাশ ফুলের উপর খেলে যায় ঢেউ। তখন থেকেই মনখারাপের ভীড় এদের জীবনে। পুজোটা যাদের কাছে একটু অন্য রকম।একটা সময় ছিল যখন দুর্গাপুজো তে আনন্দের বন্যা আসত তাদের সংসারে ।ছেলে বউ থেকে শুরু করে ননদ সকলের ভীড় থাকতো তাদের সংসারে। আর এখন পুজো মানেই মনখারাপ।পুজো মানেই ডুবে থাকা পুরাতন স্মৃতিতে।এমনিই ছবিই স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবা বৃদ্ধালয়ের ।এখানে বর্তমানে বিভিন্ন প্রান্তের বৃদ্ধ বৃদ্ধার আবাস।সকলে মিলে মিশে বেশ ভালোই সময় কাটে এখানকার আবাসিকদের । তবে এই পুজোর কটা দিন থাকে একটু মনখারাপের।

তবে বৃদ্ধাশ্রমের এক আবাসিক অমিতা দাস জানান, মন খারাপ তো আছেই । তবে এখান থেকে সবাই মিলে বেড়াতে যাওয়া হয় পুজোতে।সেখানে একটা আলাদা আনন্দ থাকে বটে । তবে আগের সেই স্মৃতি আজও মন খারাপকেই ডেকে আনে।প্রতিষ্ঠানের সম্পাদক বলাই গরাই জানান,অনেক দিনের ইচ্ছে ছিল বৃদ্ধ বৃদ্ধার জন্য কিছু করার । একবার এক ঘটনা অনুপ্রাণিত করে আমাকে। তারপরেই এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *