জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে তার মূর্তি উন্মোচিত হলো আসামে
নিজস্ব সংবাদদাতা : আসামের সোনাপুরে চামটা পাঠার এলপি স্কুলে সঙ্গীত–তারকা জুবিন গার্গের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে (১৮ নভেম্বর, মঙ্গলবার) তাঁর একটি মূর্তি উন্মোচন করা হল। ওই স্কুলের শিক্ষক থেকে শুরু করে, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মূর্তি উন্মোচন করা হলো। জানা গেছে সংগীত শিল্পীর ভক্ত ওই স্কুলের সকলেই। হঠাৎ করে এই সঙ্গীতশিল্পীর চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না কেউই।

এদিকে তার জন্মদিন উপলক্ষে এদিন ওই স্কুলে বিশাল আয়োজন করা হয়েছিল। এমনকি এদিন দুস্থ মানুষকে খাওয়ানো এবং শীতের পোশাকেরও ব্যবস্থা করা হয় ওই স্কুলের তরফ থেকে। ওই স্কুলের অন্যতম প্রধান শিক্ষক জানান শিল্পী অন্যের দুঃখে দুঃখী ছিলেন। পরের জন্য তার মন কাঁদতো, তাই আমরা তার সম্মানে এই আয়োজন করলাম। আমরা তো তার মত মানসিকতার অধিকারী হতে পারব না , আমরা চেষ্টা করব প্রতিবছরে এই কাজটা করার। ওই স্কুলের ছাত্র-ছাত্রী রাও জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে চারিদিকে তার গাওয়া গানের রেকর্ডিং বাজানোর ব্যবস্থা করেছিল।

