“টক টু মেয়র “এ শহরের মানুষের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়িতে ” টক টু মেয়র এ ” শহরের বাসিন্দাদের বিভিন্ন অভিযোগের উত্তর দিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। এদিন মেয়রের সামনে নানা ধরনের প্রশ্ন নিয়ে চলে আসেন শহরের মানুষ। কারো অভিযোগ আছে জল নিয়ে, আবার কারো ট্রাফিক সমস্যা নিয়ে, কেউ রাত্রে কুকুর নিয়ে আতঙ্কিত।
মেয়র এদিন জানান কুকুরকে নিয়ে চিন্তা ভাবনা করছে শিলিগুড়ি পুরসভা। এর আগেও কুকুরের নির্বীজকরনের ব্যবস্থা করেছিল পুরসভা। অনেকদিন ধরে তা করা হচ্ছে না। আর জল নিয়ে মেয়র জানান , আর বেশি দিন নেই শিলিগুড়ির মানুষ পরিশ্রুত জল পাবেন। কারো কোন অভিযোগ আসবে না। পুরসভা জল নিয়ে এর আগে অনেক চিন্তা ভাবনা করেছে , এখনো করে চলেছে। আর ট্রাফিকজ্যাম নিয়ে মেয়রের বক্তব্য , যতটা পারা যায় চেষ্টা করা হচ্ছে মানুষের সমস্যা যাতে না হয়। বহিরাগত দের সংখ্যা বেড়ে গেছে স্বীকার করে মেয়র এও জানালেন সবাইকে অনুরোধ করা হচ্ছে ট্রাফিক রুল মেনে চলতে। সবাই মেনে চললে কারওর কোন সমস্যা থাকবে না। মেয়র এদিন আরো জানান শিলিগুড়িকে স্মার্ট সিটি তৈরি করা হচ্ছে। সময় লাগবে, কিন্তু মানুষ স্বাচ্ছন্দ বোধ করবেন। আমরা সব সময় মানুষের পাশেই আছি। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং অন্যান্য অফিসাররা।