দেগঙ্গায় সন্ধান মিলল গুঁড়ো মশলার ভেজাল কারবারের , গ্রেপ্তার হল ২ জন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেগঙ্গায় অভিযান চালিয়ে ভেজাল গুঁড়ো মশলার রমরমা কারবারের হদিস পেল পুলিশ। প্রায় অবাধে এই কারবার রমরমিয়ে চলছিল উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা বাজারের একটি দোকানে । ভেজাল মশলার কারবার চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই দোকানের দুই মালিককে। দোকানটি সিল করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ।স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী , দোকানের দুই মালিক রাজকুমার দাস ও গোপাল দাস রক্তের সম্পর্কের দুই ভাই। স্থানীয় বাসিবাদরা জানতেন, গোটা হলুদ ভাঙানো ও পেশায় করা হয় ওই দোকানে। পুলিশ জানিয়েছে, তাদের কাছে আগাম খবর ছিল বাজারের এই দোকানে অবাধে ভেজাল গুঁড়ো মশলার কারবার চলছে। দেগঙ্গা থানার পুলিশ আচমকাই ওই দোকানে হানা দেয় । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,ভেজাল মেশানো হত গোটা হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়োর সঙ্গে । মশলায় মেশানো হত বিভিন্ন প্রকার ক্ষতিকারক রাসায়নিক রঙও । সেই ভেজাল মশলা দেদার বিক্রি করা হত শহরতলি ও কলকাতার বিভিন্ন পাইকারি ও খুচরো বাজারে ।দেগঙ্গা থানার IC পরেশ রায় জানান,পুলিশ দোকান থেকে ১৩ রকমের উপকরণ মিলিয়ে মোট ১৪০০ গ্রাম মশলার নমুনা সংগ্রহ করেছে । তা পরীক্ষার জন্য পাঠানো হবে ল্যাবরেটরি তে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *